বাড়িঅন্যান্যসাংবাদিক হত্যাচেষ্টা মামলার আসামী সানোয়ার হোসেন’র জামিন না মঞ্জুর জেলহাজতে প্রেরণ

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার আসামী সানোয়ার হোসেন’র জামিন না মঞ্জুর জেলহাজতে প্রেরণ

জৈন্তাপুর(সিলেট)নিজস্ব প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাটে তিন সাংবাদিক হত্যাচেষ্টার মামলার আসামী হুমায়ুন ও তার ছেলের বিরুদ্ধে দায়েরকৃত মামলার অন্যতম আসামী সানোয়ার হোসেন’র জামিন নামঞ্জুর করেছেন আদালত। দুপুরে সিলেটের সিনিয়র চীপজুডিশিয়াল ম্যাজিসেস্ট আদালতের বিচারক, ধ্রুবজ্যোতি পাল এই আদেশ দেন।গত ১৭ মার্চ  সোমবার ১১ টায় তিন সাংবাদিক বাংলা টিভির প্রতিনিধি,মো.দুলাল হোসেন রাজু,নাগরিক টিভির প্রতিনিধি,সালমান শাহ ও আনন্দ টিভির প্রতিনিধি,ইব্রাহিম আলী সহযোগী শাকিল আহমদ ও নাইম আহমদ পেশাগত দায়িত্ব পালন শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে জাফলং ব্রীজের উত্তর পাশের বাজারে সন্ত্রাসী হামালার শিকার হন। হামলায় গুরুতর আহত হয় বাংলা টিভির প্রতিনিধি মো.দুলাল হোসেন রাজু এসময় রাজুর সাথে থাকা নগদ অর্থ,ক্যামেরা,মাইক্রুফোন,মোবাইলসেট,অন্যান্য ডিভাইস সহ নাগরিক টিভির প্রতিনিধি সালমান শাহ’র একটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। চুরি ও  সাংবাদিক হত্যাচেষ্টার অভিযোগে গত ১৮ মার্চ ২০২৫ইং রাজুর’র ভাই মো.আকবর হোসেন বাদী হয়ে,কথিত সাংবাদিক হুমায়ুন আহমদ,তার ছেলে সানোয়ার,সালাউদ্দিন,সুফিয়ানসহ অঞ্জাতনামা আরো ১৫/২০ জনের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন।এঘটনায় কথিত সাংবাদিক হুমায়ুন র‌্যাবের হাতে গ্রেফতার হয়ে জামিনে রয়েছে। সানোয়ার সহ অন্যান্য আসামীরা দীর্ঘদিন পলাতক থাকার পর,আজ দুপরে সিলেটের আদালতে জামিনের আবেদন করলে বিচারক সানোয়ার হোসেন’র জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments