
সুলতান আহম্মেদ,(সাঘাটা),গাইবান্ধা:নিজস্ব প্রতিনিধিঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ঝাড়াবর্ষা গ্রামে মাদক সেবনের অর্থ নিয়ে বিরোধের জেরে মেহেদী হাসান (২৪) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তিন বন্ধুকে গ্রেফতার করা হয়েছে।
নিহত মেহেদী হাসান ওই গ্রামের মৃত এনামুল হকের ছেলে। গত ১৩ অক্টোবর রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, ঘটনার রাতে মেহেদী হাসান তার বন্ধু স্বয়ন (নিরঞ্জনের ছেলে), শিপন (আকবরের ছেলে), উজ্জল (গোপালের ছেলে) সহ চারজন মিলে ইয়াবা সেবন করছিল। ‘নিশা’ নামের ইয়াবা সেবন ও টাকার ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে মেহেদীকে শ্বাসরোধে হত্যা করে তার বড় ভাই বেলালের শয়নকক্ষের একটি পরিত্যক্ত ঘরের ধরনার সাথে গলায় রশি পেঁচিয়ে ঝুলিয়ে রেখে পালিয়ে যায় বন্ধুরা।
পরদিন (১৪ অক্টোবর) সকালে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তদন্তে গিয়ে জানতে পারে, হত্যার আগের রাতে স্বয়ন, শিপন ও উজ্জলসহ কয়েকজন বন্ধু মেহেদীর সঙ্গে গভীর রাত পর্যন্ত ছিলেন।
পরে সন্দেহভাজনদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে তারা হত্যার কথা স্বীকার করে।
এ ঘটনায় নিহত মেহেদীর বড় ভাই বেলাল বাদী হয়ে স্বয়ন, শিপন, উজ্জল ও আরও অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে সাঘাটা থানায় মামলা দায়ের করেন।
মামলা নম্বর: ১৪, তারিখ: ১৫/১০/২০২৫, ধারা: ৩০২/৩৪ দণ্ডবিধি অনুযায়ী গ্রেফতারকৃতদের গাইবান্ধা জেলা হাজতে পাঠানো হয়েছে বলে থানা সূত্র নিশ্চিত করেছে।