বাড়িরংপুর বিভাগগাইবান্ধা জেলাসাঘাটা হাসপাতালে ডাক্তারের অবহেলা আর ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে..

সাঘাটা হাসপাতালে ডাক্তারের অবহেলা আর ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে..

সাঘাটা(গাইবান্ধা)নিজস্ব প্রতিনিধি
জানাযায়,সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়ন এর উত্তর  দীঘলকান্দি চরের ছলিম উদ্দিন এর ছেলে ময়নুল ইসলাম  ঢাকা থেকে  বাড়ীতে এসে গত কয়েকদিন হলো জ্বর রোগে আক্রান্ত হওয়ার এক পর্যায়ে অদ্য ২২ এপ্রিল সকাল ১১ টায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়।
 পরে, ঐদিন দুপুরে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে গাইবান্ধা সদর হাসপাতালে রিফাট করে। 
রোগীর লোকজন উন্নত চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার উদ্দেশ্য হাসপাতালের বাহীরে  সিএনজিতে উঠানোর সময় তাকে মৃত্যু দেখতে পায়। 
সে সময় রোগী সাথে থাকা লোকজন ডাক্তারের অবহেলা আর ভুল চিকিৎসায় তাদের রোগীর মৃত্যু হয়েছে বলে কান্নাকাটি সহ ডাক্তারের উপর উত্তেজিত হতে শুরু করে। । 
এ বিষয়ে সংবাদ পেয়ে সাঘাটা থানা অফিসার ইনচার্জ  বাদশাহ আলম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপস্থিত হয়ে কর্তব্যরত  চিকিৎসক সহ রোগীর লোকজনের সাথে কথা বলে পরিবেশ শান্ত করেন।
পরে, রোগী লোকজন লাশ নিয়ে দাপন কাঁপন উদ্দেশ্যে তাদের নিজ বাড়ীতে নিয়ে যায়।
সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় অবহেলার কারণে রোগীর মৃত্যু , রোগীর স্বজনদের মধ্যে ক্ষোভ……? 
সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যু। স্বজনদের মাঝে ক্ষোভ।
সঠিক তদন্ত সহকারে বিচারের দাবি জানাই।
চিকিৎসার নামে বিজনেস হচ্ছে সাঘাটায়। 
সাধারণ জ্বরের রুগি ভালো হয় না এমন অভিযোগ উটেছে।
মৃত্যের পরিচিতি: জানা গেছে গ্রাম উত্তর দিঘলকান্দি গ্রামের
নাম ময়নাল বয়স ৪০+(-)
বিবাহিত দুইটা বাচ্চা আছে  একটা ৭/৮ বছর আরেকটা ৩ বছর হবে। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments