বাড়িবাংলাদেশেঢাকা বিভাগসাজাপ্রাপ্ত ডাকাত সুলতান হাওলাদার গ্রেপ্তার

সাজাপ্রাপ্ত ডাকাত সুলতান হাওলাদার গ্রেপ্তার

নাসির উদ্দিন ,মাদারীপুর উপজেলা প্রতিনিধি :

মাদারীপুরের শিবচরে ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত সুলতান হাওলাদার ওরফে সন্তু ডাকাতকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানার ওসি সুব্রত গোলদার।

ওসি সুব্রত গোলদার জানান, ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামি সন্তুকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সন্তু ডাকাত শিবচরের ভদ্রাসন ইউনয়নের মাদবরকান্দী গ্রামের মৃত্যু আলফু হাওলাদারের ছেলে।

ওসি সুব্রত গোলদার আরও জানান, ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি দুর্ধর্ষ ডাকাত সুলতান হাওলাদার ওরফে সন্তুকে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। ডাকাতি মামলার সাজাসহ তার বিরুদ্ধে আরও ৫টি জি আর পরোয়ানা রয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments