বাড়িঅন্যান্যসাজেকে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান

সাজেকে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান

দীঘিনালা প্রতিনিধি
সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লুসাই ও ত্রিপুরাদের আর্থিক সহায়তা দিয়েছে সেনাবাহিনী  ।
শনিবার (১ মার্চ) দুপুরে রুইলুই পর্যটন কেন্দ্রের স্টোন গার্ডেনে আর্থিক সহায়তা তুলে দেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হোসেন। 
এসময় রিজিয়ন কমান্ডার বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা যাতে ঘুরে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সেনবাহিনী। ভবিষ্যতে এধরনের দুর্ঘটনা এড়াতে সাজেকে পরিকল্পিত পর্যটন গড়ে তোলা হবে জানান রিজিয়ন কমান্ডার । তিনি বলেন, সাজেকে আর বস্তির মতো হোটেল-রেষ্টুরেন্ট গড়ে তুলতে দেওয়া হবে না। 
সাজেকে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, হাসপাতাল স্থাপন ও পানি ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন রিজিয়ন কমান্ডার। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও অংশীজনদের সাথে সভাও করেন তিনি।
গত সোমবার সাজেকে পর্যটন কেন্দ্রে অগ্নিকাণ্ডে স্থানীয়দের ৩৬ টি বসতবাড়ি, ৩৪টি রির্সোট ও কটেজ, রেস্টুরেন্টসহ ৯৫টি স্থাপনা পুড়ে যায় । এতে অন্তত ১০০শ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments