নুরুল কবির,সাতকানিয়া(চট্রগ্রাম)নিজস্ব প্রতিনিধি।
চট্টগ্রামের সাতকানিয়া-বাঁশখালী সীমান্তে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়ন এর তালমৌ দিঘী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এসময় বন বিভাগের মালিকানাধীন জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ ও পাহাড় কাটায় বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো জিসানুল ইসলাম (২৯) ও সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজল করিমকে (৪৮) অভিযুক্ত করা হয়। তবে অভিযুক্তরা অভিযানের খবর পেয়ে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা যায়নি।
বৃহস্পতিবার (০৬ জুন) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস ও সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম।
স্থাপনা নির্মাণাধীন ওই জায়গাটি বন বিভাগের মালিকানাধীন বলে নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম।
পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মামুন ও পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সলকে অভিযুক্তদের বিরুদ্ধে অবৈধ ভাবে ভূমি দখলের অপরাধে নিয়মিত মামলা করার জন্য পরামর্শ প্রদান করেন।
এসময় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মামুন ও পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সল সহ আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।