বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাসাতকানিয়ায় সাংবাদিক জাহেদের বাড়িতে হামলার ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

সাতকানিয়ায় সাংবাদিক জাহেদের বাড়িতে হামলার ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

নুরুল কবির, নিজস্ব প্রতিনিধি,সাতকানিয়া চট্টগ্রাম।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কর্মরত দৈনিক সুপ্রভাত বাংলাদেশ ও সি ভয়েস ডটকম এর সাতকানিয়া প্রতিনিধি জাহেদ হোসাইনকে হত্যার হুমকি ও বাড়িতে হামলার ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১২ মে সকালে সাতকানিয়া সাংবাদিক সমিতির উদ্যোগে কেরানীহাটের অস্থায়ী কার্যালয়ে এ সভা হয়।

সাতকানিয়া সাংবাদিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম বাবরের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তারা কালিয়াইশ ইউপি চেয়ারম্যানের ছেলে বালুখেঁকো দেলোয়ার হোসেন মিন্টু ও তার সন্ত্রাসী বাহিনী দ্বারা সাংবাদিক জাহেদ হোসাইনকে হত্যার হুমকি ও বাড়িতে হামলার ঘটনায় প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দোহাজারী প্রেস ক্লাব সভাপতি নাসির উদ্দীন বাবলু, সাংবাদিক জাহাঙ্গীর আলম, মামুন মুহাম্মদ, মো: নাছির, তারেকুল ইসলাম, মিজানুর রহমান রুবেল, রমজান আলী, নুরুল ইসলাম সবুজ, ইকবাল হোসেন, নুরুল আমিন প্রমুখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments