বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাসাতকানিয়ায় সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নির্মমভাবে নিহত চালকের পরিবারের সাথে জামায়াত নেতৃবৃন্দের...

সাতকানিয়ায় সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নির্মমভাবে নিহত চালকের পরিবারের সাথে জামায়াত নেতৃবৃন্দের সাক্ষাত।

নুরুল কবির, নিজস্ব প্রতিনিধি সাতকানিয়া (চট্টগ্রাম)

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ২৫ মার্চ বিকাল ৫টায় সিএনজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নির্মমভাবে নিহত হন সাতকানিয়া উপজেলাধীন পশ্চিম ঢেমশার বাসিন্দা চালক আব্দুস সবুর(৩৮) এর শোকাহত শোকাহত পরিবারে সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব মুহাম্মদ শাহজাহান।

তিনি আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারে নগদ আর্থিক সহায়তা ও পরিবারের সার্বিক খোঁজ খবর নেন। এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী,চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আরমান হোসাইন, সাতকানিয়া উপজেলা নায়েবে আমীর মাষ্টার আব্দুস সোবহান ,উপজেলা সেক্রেটারি তারেক হোসাইন, পৌরসভা আমীর এম ওয়াজেদ আলী, জামায়াত নেতা ইঞ্জিনিয়ার কামরুল ইসলামসহ উপজেলা,পৌর ও স্থানীয় নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ মরহুমের কবর জেয়ারত করেন, মরহুম আব্দুস সবুরের মাগফেরাত কামনা করে দোয়া করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments