বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাসাতকানিয়ায় জামায়াতে ইসলামীর উদ‌্যোগে  ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরণ অনুষ্ঠান

সাতকানিয়ায় জামায়াতে ইসলামীর উদ‌্যোগে  ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরণ অনুষ্ঠান

নুরুল কবির নিজস্ব, সাতকানিয়া (চট্রগ্রাম)নিজস্ব প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী (যুব বিভাগ) এওচিয়া ইউনিয়নের ১ ন ওয়ার্ড ছনখোলা শাখা আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) রাত ৯টায় স্থানীয় একটি মাঠে ওয়ার্ড সভাপতি আক্কাস উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারি এড. নজরুল ইসলামের সঞ্চালনায় টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবু নাসের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা সেক্রেটারি মুহাম্মদ তারেক হোসাইন, এওচিয়া ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মোহাম্মদ জাকারিয়া, মোহাম্মদ সোহেল,  সোহেল মুন্সি, আব্দুল্লাহ আল নুর প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন- ৫আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মধ্যে দিয়ে প্রমানিত হয়েছে তারুণ্য শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোন ফ্যাসিস্ট শেকড় গাড়তে পারবেনা। এই তরুন প্রজন্মই মাদক, জুয়া, পাহাড় কাটা, মোবাইল আসক্তি, কিশোর গ্যাং  সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করবে।
ফাইনাল খেলার প্রতিযোগি দুই দল মৌলবির বাড়ি স্পোর্টিং ক্লাব বনাম ফায়ার টিম ওয়ারিয়র্স নির্দিষ্ট মিনিট পর্যন্ত কোন দলের গোল না হওয়ায় ট্রাইবেকারে জয়-পরাজয় নির্ধারণ করা হয়। ট্রাইবেকারে মৌলবির বাড়ি স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফায়ার টিম ওয়ারিয়র্স।
বিজয়ী দলের হাতে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অন‌্যান‌্য অতিথিগণ চ‌্যাস্পিয়ন ট্রফি তুলে দেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments