প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৫, ৫:২২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৭:৫৬ পি.এম
সাতক্ষীরা আশাশুনিতে জামাতে ইসলামি গণসংযোগ পক্ষ ২০২৫ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

তৌহিদুজ্জামান আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা আশাশুনিতে জামাতে ইসলামি গণসংযোগ পক্ষ ২০২৫ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
রবিবার দুপুর ১২ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ পক্ষ ২০২৫ উপলক্ষে আশাশুনি জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয়ে উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রধান কালে বাংলাদেশ জামাতে ইসলামির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান বলেন,
স্বাধীনতার ৫৪ বছর পর এবারই জামায়াতে ইসলামী মুক্ত স্বাধীন পরিবেশে কাজ করার সুযোগ পেয়েছে। ১৯৭১ সালের পরে গত ৫ আগষ্ট থেকে বাংলাদেশের মাটিতে জামায়াতে ইসলামী তাদের আদর্শকে সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে পারছে। আগে কখনো সরকারি দলের সাথে,কখনো বিরোধী দলে সাথে জোট বেঁধে কাজ করলেও স্বাধীন স্বত্বা নিয়ে কাজ করতে পারিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামী বিগত বছর গুলো স্বৈরশাসকের হাতে সর্বোচ্চ নির্যাতন ও নিপীড়নের শিকার হলেও নীতি-নৈতিকতার সাথে আপোষ করেনি।
এসময় তিনি আরো বলেন-অবৈধ অনৈতিক কোন কাজের সাথে জামায়াতে ইসলামীর কোন নেতাকর্মী জড়িত থাকলে আপনারা গণমাধ্যম কর্মীরা তা তুলে ধরবেন। সেই নেতাকর্মীর বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে একটি পরিপূর্ণ সর্বজন স্বীকৃত সংস্কার কার্যক্রম শেষ করার মধ্য দিয়ে সর্বোচ্চ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন দেওয়ার আহবান জানিয়ে মাওলানা আজিজুর বলেন,সংস্কারের মধ্য দিয়ে এমন একটি নির্বাচন কাঠামো দাঁড় করাবেন যাতে করে বাংলাদেশের মাটিতে আর কোনদিন কোন প্রকার স্বৈরাচার জন্ম নিতে না পারে।
আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে ও অফিস সম্পাদক মাওলানার রুহুল কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা সহ-সেক্রেটারী ডাক্তার রোকনুজ্জামান,মিডিয়া বিভাগের সভাপতি শাহ অহিদুজ্জামান শাহিন,সেক্রেটারি জাকির হোসেন,সাংবাদিকদের মধ্যে প্রেসক্লাব সভাপতি জি,এম আল ফারুক,সেক্রেটারি এসকে হাসান,সাবেক সভাপতি জিএম মুজিবার রহমান ও এস,এম আহসান হাবীব,রাবিদ মাহমুদ চঞ্চল,সমীর কুমার রায়,আলী নেওয়াজ,সোহরাব হোসেন,এস,এম মোস্তাফিজুর রহমান,আকাশ হোসেন,বিএম আলাউদ্দিন,আরিফুল ইসলাম,লিংকন আসলাম,গোপাল কুমার মন্ডল,এম.এম সাহেব আলী,তৌহিদুজ্জামান, নুর আলম,মাহবুবুল হাসনাইন টুটুল,ইয়াছিন আরাফাত,রুহুল আমিন,আমিরুল ইসলাম,এস এম সাইদুল ইসলাম, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার বলেন- আমরা গণমাধ্যমের শতভাগ স্বাধীনতায় বিশ্বাস করি। আপোষহীন ভাবে সত্য প্রকাশ করার দাবী জানিয়ে তিনি বলেন-গণমাধ্যম কর্মীদের পাশে আমাদের সংগঠন সবসময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে। গণমাধ্যমের কর্মীরা আমাদের বিষয়ে যেকোনো ধরনের সংবাদ অকুণ্ঠ চিত্তে তুলে ধরবেন কেননা জামায়াতে ইসলামী সব সময় জবাবদিহিতায় বিশ্বাসী।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত