
শরিফুল ইসলাম, কালিগঞ্জ(সাতক্ষীরা)বিশেষ প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা পুলিশের অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৫এপ্রিল রাতে পাঠানো জেলা পুলিশের নিয়মিত প্রেসবিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
প্রেসবিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, সাতক্ষীরা সদর থানায় ৩জন, কলারোয়া থানায় ০জন, তালা থানায় ১জন, কালিগঞ্জ থানায় ১জন, শ্যামনগর থানায় ২জন, আশাশুনি থানায় ১জন এবং দেবহাটা থানায় ২জন এবং পাটকেলঘাটা থানায় ০জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে শ্যামনগর থানায় ১জনকে ৫পিস ইয়াবাসহ এবং দেবহাটা থানায় ১জনকে ১০০পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় পৃথক ২টি মামলা হয়েছে।