প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৯:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৬, ২০২৫, ১০:১৮ পি.এম
সাপাহার থ্রি-ষ্টার ফিলিং স্টেশনের গোডাউন হতে ডাকাতির ৭৫ব্যারেল তেল উদ্ধার

সানাউর রহমান, সাপাহার(নওগাঁ) প্রতিনিধি,
চট্রগাম বন্দর থেকে ছেড়ে আসা রংপুরগামী ৭৫ব্যারেল পামওয়েল তেল ভর্তি ডাকাতি হওয়া তেল নওগাঁর সাপাহার হতে উদ্ধার হয়েছে।
রাজশাহী জেলার কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর শহিদুল ইসলাম, সাব ইন্সপেক্টর আশরাফুল আলম সাপাহার থানা পুলিশের সহায়তায় এ উদ্ধার কাজ পরিচালনা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ফেব্রুয়ারী রংপুর শহরের কামারপাড়ার মৃত লালমিয়ার ছেলে মো: হারুন অর রশিদ এর মালিকানাধীন ঢাকা মেট্র্রো ২৪-৭৬৩৬ নং ট্রাকটি চট্রগাম বন্দর হতে ৭৫ব্যারেল পামওয়েল তেল নিয়ে রংপুরের উদ্দেশে রওয়ানা হয়ে রাত দেড়টার দিকে বগুড়া-শেরপুরের ছনকা নামক স্থানে পৌঁছলে একদল ডাকাত অন্য একটি ট্রাক দিয়ে রাস্তায় বেরিকেড দিয়ে পথ রোধ করে এবং তেল ভর্তি ট্রাকে থাকা ড্রাইভার ও হেলপারকে মারপিট করে চেতনা নাশক খাইয়ে অচেতন করে পাবনার শাহাজাদপুর হাসপাতালে রেখে পালিয়ে যায়। এরপর ২৪ফেব্রুয়ারী ভোরে সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর মোড়ের থ্রী-স্টার ফিলিং ষ্টেশনের মালিক মিলন হোসেন এর গোডাউনে আনলোড করে। পরবর্তীতে ডাকাত দল ট্রাকটি গোদাগাড়ীর কাকন হাট এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। গাড়ীর মালিক ট্রাকে থাকা জিপিএস ট্রাকার এর মাধ্যমে ডাকাতি হওয়া ট্রাকের সন্ধান পায় এবং গোদাগাড়ী থানায় বিষয়টি অবগত করলে রাজশাহীর কাকন হাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ উদ্ধার কাজে নেমে সাপাহার থানা পুলিশের সহযোগীতায় গত বুধবার সকাল ১১টার দিকে সাপাহার থ্রী-স্টার ফিলিং ষ্টেশনের মালিক মিলন হোসেন এর গোডাউন ঘর হতে ডাকাতি হওয়া ৭৫ব্যারেল পামওয়েল তেল যার আনুমানিক মূল্য ২৫লক্ষ টাকা উদ্ধার করে এবং ডাকাতি হওয়া ট্রাকটি গোদাগড়ীর কাকন হাট এলাকা হতে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। এবিষয়ে গোদাগাড়ী থানায় একটি মামলা হয়েছে বলে কাকন হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানিয়েছেন।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত