
সিরাজুল ইসলাম,কাঠালিয়া(ঝালকাঠি)শিক্ষানবিশ প্রতিনিধি।
ঝালকাঠি জেলা কাঠালিয়া উপজেলার তালতলা বাজারের মুদি ব্যবসায়ী মোঃ সেলিম আকন আনুমানিক রাত ৯ টার সময় নিজ দোকানে কাটুনের ভিতরে থেকে সাপ বের হয়ে সেলিম আকনকে বিষাক্ত সাপে দংশন করে। স্থানীয় জনতা ও তার পরিবারবৃন্দ তাকে কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স য় নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তাররা চরম অবহেলার পরিচয় দেন!! রুগীর স্বজনরা কুলকিনারা না পেয়ে তাকে নিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে মোঃ সেলিম আকন মৃত্যুবরণ করেন।
আমুয়া হাসপাতালের কর্মকাণ্ড মানুষের ভিতরে চরম হতাশা ও উত্তেজনা তৈরি হয়। সারা এলাকায় ছড়িয়ে পড়েছে সাপ আতঙ্ক!!! জনগণের দাবি সাপে কাটলে প্রাথমিক করণীয় কি এ বিষয়ে সরকার যেন একটি সেমিনারের ব্যবস্থা করেন এবং আমুয়া হাসপাতালে পর্যাপ্ত এন্টিভেনাম যাতে থাকে এবং ডাক্তারদের রোগীদের প্রতি সুন্দর আচরণ ও রোগীর জীবন বাঁচাতে যা যা করণীয় তা যেন করেন।