বাড়িবাংলাদেশেসাবেক এমপি দিলদার হোসেন সেলিমের অবস্থা সংকটাপন্ন

সাবেক এমপি দিলদার হোসেন সেলিমের অবস্থা সংকটাপন্ন

জৈন্তাপুর প্রতিদিন ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমকে মূমুর্ষ অবস্থায় হাসপাতাল ভর্তি করা হয়েছে। চলতি মাসের শুরু থেকেই তিনি শারিরিক নানা জটিলতায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে রবিবার তাঁর অবস্থার অবনতি হলে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তরিত করা হয়। রবিবার দিলদার হোসেন সেলিমের অবস্থা এতোটাই সংকটাপন্ন হয়ে পড়ে যে চিকিৎসকরা দ্রুত আইসিইউতে ভর্তির পরামর্শ দেন। বিষয়টি নিশ্চিত করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
উল্লেখ্য, দিলদার হোসেন সেলিম সিলেট-৪ আসনের নির্বাচিত সাবেক সংসদ সদস্য। এছাড়া তিনি সিলেট জেলা ক্রীড়া সংস্থার একাধিকবারের সাধারণ সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়াম্যান ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments