
রৌমারী (কুড়িগ্রাম)নিজস্ব প্রতিনিধি
সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন সহ ২২জনের নাম উল্লেখ পূর্বক অঙ্ঘাত ৮০জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করা হয়।গত বৃহসপতিবার খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব মন্ডল বাদী হয়ে রৌমারী থানায় এ মামলা দায়ের করে।
এঘটনায় রৌমারী উপজেলা শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানা(৩৫)ও ছাত্রলীগ কর্মী সবুজ আহমেদ (২৪)কে আটক করে রৌমারী থানার পুলিশ।
পুলিশ স্থানীয় ও সূত্রে জানা যায় চর শৌলমারী ইউনিয়নের খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ১৯৯৯সালে স্থাপিত হয়। বিদ্যালয়টিতে ৬জন শিক্ষক কর্মচারী আছে,বিদ্যালয় টি এমপিওভুক্তির কথা বলে সাবেক প্রাথমিক প্রতিমন্ত্রী ও রৌমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন এর নির্দেশে দলীয় ক্যাডার দ্বারা শিক্ষকওকর্মচারীদের কাছ থেকে মোট ২৮লক্ষ টাকা চাঁদাবাজি করেন।পরে আব্দুল ওয়াহাব এসব টাকা ফেরত চাইতে গেলে তারা নানা ভয় ভীতি দেখাতে থাকে, বৃহস্পতি বার বাদী হয়ে রৌমারী থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।এ ঘটনায় সোহেল রানা ও সবুজ আহমেদ কে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়।
এব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে। ২ জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে, অন্যন্য আসামিদের ধরার চেষ্টা চলছে।