বাড়িআইন-আদালতসাবেক স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল, যুবক গ্রেপ্তার

সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল, যুবক গ্রেপ্তার

সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা পর্নোগ্রাফি মামলায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার তাঁকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনা ঘটেছে পিরোজপুরের কাউখালী উপজেলায়।

গ্রেপ্তার হওয়া যুবক হলেন সাইদুল্লাহ সিদ্দিক (২৫)। উপজেলার সদর ইউনিয়নের দাশেরকাঠি গ্রামের সরোয়ার খলিফার ছেলে তিনি।

অভিযোগ সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস করেছেন অভিযুক্ত সাইদুল্লাহ সিদ্দিক। কয়েক মাস আগে পাশের কচুয়াকাঠি গ্রামের এক কিশোরীকে (১৫) বিয়ে করেন তিনি। পরে নানা কারণে স্বামী-স্ত্রীর মিল না হওয়ায় তাঁদের সম্পর্কের বিচ্ছেদ হয়। তবে বিয়ের পরে স্বামী-স্ত্রীর সুসম্পর্কের সময় স্ত্রীর কিছু নগ্ন ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করেছিলেন সিদ্দিক। সম্প্রতি সাবেক স্ত্রীর নামে একটি ভুয়া আইডি খুলে সেসব ছবি ও ভিডিও ছড়িয়ে দেন তিনি। পরে বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ এবং গতকাল বৃহস্পতিবার কাউখালী থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন বলেন, পর্নোগ্রাফি আইনে মামলা রেকর্ড করা হয়েছে। মামলার পর ওই আসামিকে গ্রেপ্তার করে আজ (শুক্রবার) কোর্টে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments