বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগসারাদেশে  ধর্ষণ- নিপীড়নের বিরুদ্ধে এবং রাজেরুং ত্রিপুরার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও...

সারাদেশে  ধর্ষণ- নিপীড়নের বিরুদ্ধে এবং রাজেরুং ত্রিপুরার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। 

থানচি (বান্দরবান) প্রতিনিধি:মথি ত্রিপুরা। 
যশোর জেলার কেশবপুর উপজেলা সাহাপাড়া খ্রিস্টান আউট রিচ গার্লস হোস্টেলে আদিবাসী শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে বান্দরবানের থানচিতে ত্রিপুরা জনগোষ্ঠীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা সাঙ্গু ব্রিজ ত্রিমুখী রাস্তা প্রাঙ্গণে, ত্রিপুরা জনগোষ্ঠীর আয়োজনে, যশোর জেলার কেশবপুরে আদিবাসী শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার, সারাদেশে অব্যাহত নারীদের নিপীড়ন ঘটনায় ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, যশোর জেলা কেশবপুর উপজেলার সাহাপাড়ায় খ্রিষ্টিয়ান আউট রিচ গার্লস হোস্টেল নামে একটা হোস্টেল ছিল। নিহত ধর্ষিতার রাজেরুং ত্রিপুরা (১৫) এই হোস্টেলে ৯ম শ্রেণীর ছাত্রী ছিলেন। মেয়েটি এই উপজেলায় রেমাক্রি ইউনিয়নের কালু পাড়ার রমেশ ত্রিপুরা মেয়ে। রমজান ছুটিতে বাড়িতে না পাঠিয়ে নিহত রাজেরুং ত্রিপুরাসহ কয়েকজন ছাত্রীদের হোস্টেলের রেখে তাদের উপর যৌন হয়রানি চালাতেন বলে অভিযোগ রয়েছে। খ্রিষ্টিয়ান আউট রিচ গার্লস হোস্টেলে চেয়ারম্যান ক্রিস্টফার সরকার ও ম্যানেজার প্রদীপ সরকার বাজেরুং ত্রিপুরাকে ধর্ষণের পর হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
এই ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন, ডাক্তার এন্দ্রিজয় ত্রিপুরা,  শিক্ষার্থী এনি ত্রিপুরা, মারমা স্টুডেন্ট  প্রতিনিধি ক্যহাইসিং মারমা, হেডম্যান শিমন ত্রিপুরা ও থানচি কলেজ প্রভাষক লিটন ত্রিপুরা প্রমুখ। এছাড়া এলাকার স্কুল কলেজের শিক্ষার্থীদের উপস্থিত ছিলেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments