
সিলেটে বজ্রপাতে প্রাণহানির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। ১১ দিনে বজ্রাঘাতে এ বিভাগে মারা গেছেন ৭ব্যক্তি। তাদের মধ্যে বেশির ভাগই কৃষক।
জানা যায় ১১ অক্টোবর সকালে শাহ আরিফ টিলায় মাছ ধরতে গিয়ে কোম্পানীগঞ্জ উপজেলার চিকাডহর গ্রামের মৃত ওয়াতির আলীর ছেলে বদরুল আলম বজ্রপাতে মারা যান।
১০ অক্টোবর হবিগঞ্জের আজমিরীগঞ্জে নদীতে মাছ শিকার করতে গিয়ে তাহুছ মিয়া (৫০) নামে এক বৃদ্ধ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয় তিনি উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মাহতাবপুরের মৃত জনাব আলীর পুত্র। ঐ দিন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পৃথক এলাকায় বজ্রাঘাতে কালিঘাট ইউনিয়নের ফুলছড়া চা বাগানের মেঘা রায়ের ছেলে বাগানের নিয়মিত শ্রমিক নৃপেন রায় (৪৫) ও কালাপুর ইউনিয়নের বরুনার হামিদনগর গ্রামের ছিমাই মিয়ার ছেলে উম্মত আলী (৪৫) মারা যান।
৮ অক্টোবর হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামের পার্শ্ববর্তী হাওরে কৃষি কাজ করতে গিয়ে বজ্রপাতে দুই কৃষক মারা যান। তারা হলেন মজলিশপুর গ্রামের তারা উল্ল্যার পুত্র নুর উদ্দিন (৪৫) এবং একই গ্রামের খতিব উল্লাহর পুত্র আব্দুল করিম (৫৫)।
৭ অক্টোবর সিলেটের জকিগঞ্জ উপজেলার দরগাবাহারপুর গ্রামের মেঘনা বিলে মাছ ধরতে গিয়ে দরগাবাহারপুর গ্রামের মৃত আলাই মিয়ার ছেলে কামরুল ইসলাম কালা (৩৫) বজ্রপাতে মারা যান। স্বামীর মৃত্যু শোক সহ্য করতে না পেরে কয়েক ঘণ্টার ব্যবধানে মারা গেছেন কালার স্ত্রী সেগুন বেগম কুটিনা।