বাড়িঅন্যান্যসিলেটের জৈন্তাপুর হতে শিশুসহ রোহিঙ্গা দম্পতি আটক

সিলেটের জৈন্তাপুর হতে শিশুসহ রোহিঙ্গা দম্পতি আটক

সিলেটের জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া গ্রাম হতে দুই শিশু সহ রোহিঙ্গা দম্পতি আটক।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া গ্রাম (সিলেট-তামাবিল) মহাসড়কে রোহিঙ্গা দম্পতিকে হাটা চরা করতে দেখে জনতা। এসময় তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তাদের কর্তাবর্তায় সন্দেহ হয় এবং ভাষাগত পার্থক্যের কারনে স্থানীয় লোকজন সন্দেহ হলে শ্রীপুর বিজিবি ক্যাম্পে খবর দেয়। সংবাদ পেয়ে বিজিবি সদস্য এসে শিশুসহ রোহিঙ্গা দম্পতির ৪ সদস্যকে তাদের হেফাজতে নেয়। পরে জিজ্ঞাবাদের মাধ্যমে তাদের নিকট হতে রোহিঙ্গা পরিচয়পত্র উদ্ধার করে এবং আটককৃত দম্পতি স্বীকার করে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক।

পরিচয় পত্র উল্লেখ সূত্রে জানাযায় বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত মিয়ানমারের নাগরিক ইউএনএইচসিআর-এর সাথে সংশ্লিষ্ট। আটককৃতরা হল (রোহিঙ্গা নাগরিক) মিয়ানমারের নজির আহমদ এর ছেলে শরিয়ত উল্লাহ (৩৪), শরিয়ত উল্লাহর স্ত্রী তসলিমা বিবি (২২), তাদের দুই কন্যা শরিফা আক্তার (৩) এবং শামিমা আক্তার (২)।

স্থানীয় জৈন্তাপুর ইউপির ২নং ওয়ার্ডের সদস্য মো. আব্দুস সালাম বলেন, রাত ১০টায় সংবাদ পেয়ে শ্রীপুর ক্যাম্পে গিয়ে বিজিবি সদস্যদের সাথে কথা বলে জানতে পারি তারা মিয়ানমারের নাগরিক এবং বাংলাদেশ সরকারের শরনার্থী ক্যাম্পের সদস্য। পরে বিজিবি আটককৃত রোহিঙ্গাদের জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করলে পুলিশ তাদের হেফাজতে নেয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, তাদের ঘোরাফেরা দেখে স্থানীয়দের সন্দেহ হলে বিজিবির হাতে তুলে দেয়। পরে তথ্য যাচাই বাছাই করে বিজিবি তাদেরকে আমাদের কাছে হস্তান্তর করে। উর্দ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় চট্টগ্রামস্থ রোহিঙ্গা ক্যাম্পে শিশু সহ রোহিঙ্গা দম্পতিকে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments