বাড়িএক্সক্লুসিভ নিউজসিলেটে করোনায় ২ জনের মৃত্যু

সিলেটে করোনায় ২ জনের মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে ২ জনের মৃত্যু হয়েছে। শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালে তারা মৃত্যুবরণ করেন তারা। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৬২ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৫৫ জন, সুনামগঞ্জে ২ জন, মৌলভীবাজারে ৫ জনের করোনা শনাক্ত হয়। নতুন এই ৬২ জনসহ সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৫৯ জন।’

এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৭২ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬৬৭ জন, হবিগঞ্জে ২ হাজার ২১৮ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২০২ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।

সেই সঙ্গে সিলেট বিভাগে করোনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩১১ জনে। এরমধ্যে সিলেট জেলার ২৪১ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৬ জন রয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments