
মোহাম্মদ রাসেল খাঁন,বিশেষ প্রতিনিধি, সিলেট।
সিলেট এয়ারপোর্ট থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সুবেদ খাঁন।
সুবেদ খাঁন, নামটা সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের খুব পরিচিত নাম,দুঃসময়ে রাজপথের সম্মুখ সারি’র যুদ্ধা হাজারো তরুণরা যখন উন্নত জীবনযাপনের আশায় উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমিয়েছে, ঠিক সেই মুহুর্তে শৈশবের মুল্যবান সময় দেশ ও দল কে ভালোবেসে আঁকড়ে ধরে দেশত্যাগ করেন নি, বরং রাজপথে সর্বোচ্চ জিবনের ঝুকি নিয়ে প্রতিটি পোগ্রাম মিছিল, মিটিংয়ে, আন্দোলন সংগ্রামের সক্রিয় ছিলেন দেশনায়ক তারেক রহমানের নির্দেশে।
গত ১৭ বছর অবৈধ সরকারের আমলে, রাজপথে সব সময় সর্বোচ্চ উপস্থিত ছিলেন।
২০১৮ ও ২০২৩ সালের স্বৈরাচারী খুনি হাসিনার ডামি নির্বাচন প্রত্যাহার ও সফল করার লক্ষ্য বিশেষ ভূমিকায় ছিলেন, সিলেট মহানগর ছাত্রদল নেতা সুবেদ খাঁন, হয়েছেন মিথ্যা মামলার শিকার, হয়েছেন ঘর ছারা,তারপরও এয়ারপোর্ট রোডে ছাত্রদলের মিছিলে সর্বপ্রথম সাড়িতে ছিলেন।
ত্যাগী, পরিশ্রমী, ও মেধাবী ছাত্রনেতাদের যোগ্যতার মূল্যায়ন করা হউক এই দাবি প্রতিটা ছাত্রদলের সদস্য ও নেতাকর্মীদের।