মো: সোহেল রানা ।। ভালুকা (ময়মনসিংহ)বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহ এর ভালুকা উপজেলার আট নং ডাকাতিয়া ইউনিয়ন এর আউলিয়ার চালা গ্রামের বাসিন্দা রমজান আলী(পশু ডাক্তার) বয়স ৩২, তিনার বাবা কে সাথে নিয়ে আজ রোজ সোমবার ১৬/১২/২০২৪ সকাল নয় ঘটিকায় বাসা হইতে টাংগাইল সখিপুর এর উদ্দেশ্যে বের হয়ে যাওয়া আনুমানিক ত্রিশ মিনিট পরে সখিপুর উপজেলার বেলতলি মোড় হইতে মোবাইল যোগাযোগ এর মাধ্যমে খবর আসে রমজান আলী মটর সাইকেল দূর্ঘটনা করে ঘটনাস্থলে মারা গেছেন এবং তার পিছনে বসে থাকা বৃদ্ধ বাবা মারাত্মক ভাবে আহত হয়েছেন, তাকে সখিপুর উপজেলা সাস্থ্যকমপ্লেক্সে পাঠানো হয়েছে তাতক্ষণিক ভাবে। দূর্ঘটনার পরে সি এন জি চালক সি এন জি সহো যাত্রীদের নিয়ে সে খান থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করাতে স্থানীয় জনগণ চালক সহো সি এন জি কে আটক করে পুলিশ কে অবগত করেন। ঘটনাস্থলে যথাসময়ে পুলিশ এসে সি এন জি চালক কে আইনের হেফাজতে নেওয়ার পাশাপাশি নিহত রমজান আলীর মৃত দেহ কে পোসমেডামের জন্য থানায় নিতে চাইলে বাধা দেন নিহত রমজান আলীর স্ত্রী, কিন্তু এলাকাবাসী এবং স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত হয়ে নিহত রমজান আলীর স্ত্রী কে বুঝিয়ে লাশ প্রশাসন এর হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেন। দূর্ঘটনার বিষয়ে গণ মাধ্যম কর্মীরা জানতে চাইলে ঘটনার সময় উপস্থিত থাকা ব্যাক্তিরা স্বাক্ষী দেন যে সি এন জি চালক দ্রুতগতিতে এসে মটর সাইকেল কে অভারটেক করার লক্ষে মটর সাইকেল এর পিছে স্বজোড়ে ধাক্কা মারার ফলে এই দূর্ঘটনার কবলে পড়েন সি এন জি এবং মটর সাইকেল চালক।