বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাসীতাকুণ্ডের বাঁশবাড়ীয়া টু সন্দ্বীপ ফেরী যোগাযোগ শুভ উদ্বোধন হতে চলেছে ২৪ মার্চ...

সীতাকুণ্ডের বাঁশবাড়ীয়া টু সন্দ্বীপ ফেরী যোগাযোগ শুভ উদ্বোধন হতে চলেছে ২৪ মার্চ ।

মোহাম্মদ জামশেদ আলম, সীতাকুন্ড(চট্রগ্রাম)নিজস্ব প্রতিনিধি

আগামী ২৪ মার্চ চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপবাসীর জন্যে একটি যুগান্তকারী দিন হতে চলেছে। ফেরী যোগাযোগের মাধ্যমে সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া দিয়ে যুক্ত হচ্ছে দেশের মুল ভূখন্ডের সাথে। স্থাপিত হতে চলেছে সরাসরি ফেরী যোগাযোগ ব্যবস্থা। মাননীয় প্রধান উপদেষ্ঠা ভার্চুয়ালী এ ফেরী চলাচল উদ্বোধন করবেন। স্বশরীরে উপস্থিত থাকবেন-তত্ত্বাবধায়ক সরকারের ৮জন মাননীয় উপদেষ্ঠা, বিভিন্ন মন্ত্রনালয়ের সবিচবৃন্দ।

এ যেন দ্বীপবাসীর একটি বৃহৎ স্বপ্নপূরন। দুই হাজার কোটি টাকা ব্যায়ে চলছে উন্নয়ন কর্মযজ্ঞ। গত দু-মাসে প্রায় ৬০ শতাংশ কাজ শেষে বাঁশবাড়িয়া ঘাটকে ফেরী চলাচলের উপযুক্ত করা হয়েছে। ২৪ এপ্রিল উদ্বোধনের মধ্যদিয়ে ফেরী চলাচলের মাধ্যমে উম্মুক্ত হবে সন্দ্বীপবাসীর যাতায়াতের জন্য। তার আগে বঁঙ্গপাসগরের মুখে সন্দ্বীপ চ্যানেল ফেরী চলাচলে কতটুকু উপযুক্ত তা নিরক্ষনে গত তিনদিন পরীক্ষামূলক ভাবে যাত্রীসহ গনপরিবহন পারাপার করেছে “কপোতাক্ষ”নামের তিনতলা বিশিষ্ট ফেরীটি। প্রায় ১ঘন্টা ১৫মি: সময় নিয়ে বাঁশবাড়িয়া টু গুপ্তছড়া ফেরী ঘাটে পৌছে যাচ্ছে। ফেরীটিতে ২০ জন স্টাফ সমন্বয়ে চলছে ফেরী কার্যক্রম। এ ফেরীটি ৩০-৩৫টি হায়েচ/মাইক্রো ও প্রাইভেটকার এবং ২২-৩০ টন ধারণ ক্ষমতার ১৪টি পন্যবাহী ট্রাক বহন করতে সক্ষম বলে জানান কপোতাক্ষ ফেরীর মাস্টার সন্দ্বীপের সন্তান সাইফুল ইসলাম।

পরীক্ষমূলক ফেরী চলাচল করায় দ্বীপবাসীর মধ্যে আশার আলো জাগিয়ে তুলেছে। তাইতো ফেরীকে ঘিরে নানা স্বপ্ন বুনছে নানা শ্রেণী পেশার মানুষ। এ কারনে কাঙ্খিত ফেরী চলাচল স্বচক্ষে অবলোকন করতে সমূদ্র পাড়ে ভীড় করছে শত শত মানুষ। ফেরী কূলে ভীড়ার সাথে মানুষের মধ্যে বাঁধ ভাঙা উৎফুল্লতা দেখা যায়। এ সময় আবেগে আপ্লূত হয়ে পড়ে উৎসুক জনতা। তারা নিরাপদ ফেরী পারাপর যোগাযোগ ব্যবস্থায় বিশাল একটি প্রাপ্তি বলে মনে করছেন।

সন্দ্বীপবাসীর চিরদিনের দাবি ছিল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। ২৪ তারিখ হতে চলেছে সেই অপেক্ষার অবসান। সন্দ্বীপ সীতাকুণ্ডের পাশ্ববর্তী উপজেলা হওয়ার কারনে দেখেছি জীবনের ঝুঁকি নিয়ে কীভাবে সন্দ্বীপবাসী  ট্রলার, লঞ্চ, নৌকা ও স্টীমারযোগে যাতায়াত করে !

এ যেন সন্দ্বীপের এক নবযাত্রা, আমি অভিনন্দন জানাই সংশ্লিষ্ট সকলকে । সন্দ্বীপবাসীর এই উচ্ছ্বাসের সাথে আমিও একাত্মতা পোষন করছি।

উদ্বোধন উপলক্ষে নিরাপত্তায় সন্দ্বীপ উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছেন।

নোট:

বিশেষজ্ঞ জন বলছেন বর্তমানে যে ফেরিটি দেয়া হয়েছে (কপোতাক্ষ) সে ফেরিটি সারাবছর চলার উপযোগী নয়। বিশেষ করে বর্ষা মৌসুমে উত্তাল ঢেউ পেরিয়ে এ ফেরি চলাচলের উপযোগী নয়। এ অঞ্চলের উত্তাল ঢেউ সামাল দিতে সক্ষম All-Weather Coastal Ferry-প্রয়োজন। তাই কর্তৃপক্ষকে বলব দ্বীপবাসীর কথা চিন্তা বাঁশাবাড়িয়া-গুপ্তছড়া রুটে কোস্টাল ফেরীর ব্যাবস্থা করার জন্য যাতে করে সন্দ্বীপ বাসী সারাবছর এ ফেরিতে যাতায়াত করতে পারে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments