বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাসীতাকুণ্ডের ভাটিয়ারীতে প্রধান শিক্ষককে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ।

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে প্রধান শিক্ষককে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ।

মোহাম্মদ জামশেদ আলম, সীতাকুণ্ড (চট্টগ্রাম)নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রাম: সীতাকুণ্ডের ভাটিয়ারীতে স্থানীয় বিএনপি`র নেতাকর্মীদের বিরুদ্ধে হাজী তোবারক আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কান্তি লাল আশ্চার্যকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগ উঠেছে।

বুধবার (১৬ এপ্রিল) বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটে।  এ সময় বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির বৈঠক চলছিল। এডহক কমিটির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন জানান, সকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ভাটিয়ারীতে সমবেত হয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তি লাল আশ্চার্য এর বিরুদ্ধে দূর্নিতীর অভেযোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করে বিদ্যালয়ে প্রবেশ করে।প্রধান শিক্ষককে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেন।

প্রধান শিক্ষক কান্তি লাল আশ্চার্য বিগত ১ মার্চ ১৯৯১ সালে সহকারী শিক্ষক হিসেবে অত্র বিদ্যালয়ে যোগদান করেন এবং ২০০০ সালে জ্যেষ্ঠতার ভিত্তিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান।  দীর্ঘদিন সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসলেও সম্প্রতি রাজনৈতিক চাপের মুখে তাকে অপসারণের দাবি ওঠে।  স্থানীয় নেত্রীবৃন্দ বলেন প্রধান শিক্ষক ও পুরাতন স্কুল পরিচালনা কমিটির বিরুদ্ধে অনিয়মের অনেক অভিযোগ ছিল।  তাই তার পদত্যাগের দাবি জানানো হয়।

অন্যদিকে, এডহক কমিটির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, “কান্তি লাল আশ্চার্য আমার শিক্ষক।  তার প্রতি এমন আচরণ কাম্য নয়।  কোনো অভিযোগ থাকলে তা নিয়মতান্ত্রিকভাবে নিষ্পত্তি হওয়া উচিত।ছিল”

প্রধান শিক্ষক কান্তি লাল আশ্চার্য বলেন, “আমার চাকুরির মেয়াদ ২০২৮ সালের মার্চ মাস পর্যন্ত।ছিল।  আমাকে এভাবে অসম্মান করে বিদায় দেওয়ার কোনো প্রয়োজন ছিল না।  যারা এমন করেছে, তাদের অনেকেই আমার ছাত্র ছিল।  আমি বিচার সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিলাম”।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments