বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাসীতাকু‌ণ্ডের সৈয়দপুর ইউ‌নিয়‌নে ন‌্যায‌্য মূ‌লে টি‌সি‌বি পন‌্য বিক্রয় ।

সীতাকু‌ণ্ডের সৈয়দপুর ইউ‌নিয়‌নে ন‌্যায‌্য মূ‌লে টি‌সি‌বি পন‌্য বিক্রয় ।

মোহাম্মদ জাম‌শেদ আলম, সীতাকুণ্ড নিজস্ব প্রতি‌নি‌ধি:
২০ মার্চ বৃহষ্প‌তিবার সীতাকু‌ণ্ডের ১নং সৈয়দপুর ইউ‌নিয়ন প‌রিষদ কার্যাল‌য়ে ন‌্যায‌্য মূ‌ল্যে টি‌সি‌বি পন‌্য বিক্রয় করা হয়।  ইউ‌নিয়‌নের টি‌সি‌রি`র স্মার্ট কার্ডধারী‌দের মা‌ঝে এই পন‌্য সামগ্রী স্বল্প মূ‌ল্যে ‌বিক্রয় কার্যক্রম এর উ‌দ্ধোধন করেন কাজী এনামুল বারী, সভাপ‌তি, ১নং সৈয়দপুর ইউ‌নিয়ন বিএন‌পি। তাঁর সা‌থে উপ‌স্থিত ছি‌লেন ইউ‌নিয়ন প‌রিষ‌দের স‌চিব,  ইউ‌নিয়ন বিএন‌পি`র সাংগঠ‌নিক সম্পাদক, সভাপ‌তি, মি‌রেরহাট বাজার প‌রিচালনা ক‌মি‌টি, ইউ‌নিয়ন যুবদ‌লের সভাপ‌তি ও সাংগঠ‌নিক সম্পাদক, কৃষক দ‌লের সাধারন সম্পাদক, বি‌ভিন্ন ওয়া‌র্ডের সভাপ‌তি ও সাধারণ সম্পাদকবৃন্দসহ অংগ ও সহ‌যোগী সংগঠ‌নের নেত্রীবৃন্দ।
টি‌সি‌বি`র যে সকল পন‌্য ন‌্যায‌্য মূ‌ল্যে প‌্যা‌কেজ আকা‌রে বিক্রয় করা হ‌চ্ছে :
বিক্রীত প‌ন্যের বিবরণ : 
১: সয়া‌বিন তৈল – ২‌লিটার,
২: মুশুর ডাল – ২‌কেজী,
৩: চনাবুট/ছোলা – ২ কেজী,
৪: চি‌নি – ১‌কেজী,
     = মূল‌্য ৫১০/- টাকা।
উ‌ল্লেখ‌্য যে অত্র ইউ‌নিয়েনে ন‌্যায‌্য মূ‌ল্যে বিক্রয়ের জন‌্য প্রায় ১২শত জ‌নের পন‌্য ইউ‌নিয়ন পরিষ‌দে মজুদ করা হ‌য়ে‌ছে।
আজ মোট প্রায় ৫শত জ‌নের কা‌ছে এসব পন‌্য বিক্রয় করা হ‌য়ে‌ছে এবং পর্যায় ক্রমে বাকী পন‌্যগু‌লি বিক্রয় করা হ‌বে ব‌লে নি‌শ্চিত ক‌রে‌ছেন প‌রিষ‌দের স‌চিব জনাব আবুল কা‌শেম। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments