বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাসীতাকুন্ডে সমাজ কল্যান ফেডারেশনের উদ্যোগে এম পি মামুনের সংবর্ধনা ও ইফতার মাহফিল...

সীতাকুন্ডে সমাজ কল্যান ফেডারেশনের উদ্যোগে এম পি মামুনের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্টিত।

স্বপন কুমার নাথ,স্টাফ রিপোর্টার। 

গতকাল সীতাকুন্ড উপজেলা অডিটরিয়ামে উপজেলা সমাজ কল্যান ফেডারেশনের আয়োজনে সংগঠনের সভাপতি জনাব গিয়াসউদ্দিন ও সাধারণ সম্পাদক বাবু পলাশ চৌধুরীর সঞ্চালনায় সংসদ আসন ২৮১,চট্টগ্রাম” ০৪ সীতাকুন্ড আসন থেকে নির্বাচিত সাংসদ জনাব আলহাজ্ব এস এম আল্ মামুন এর সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। মাষ্টার আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি মাননীয় সাংসদ জনাব আলহাজ্ব এস এম আল্ মামুন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা নির্বাহী অফিসার, পৌরসভার সন্মানিত মেয়র বীরমুক্তি যোদ্ধা জনাব আলহাজ্ব বদিউল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্হাপনা বিভাগের সন্মানিত অধ্যাপক জনাব প্রফেঃ তফজল হক, জেলা পরিষদ সদস্য জনাব আ ম ম দিলশাদ, উপজেলা এ,সি ল্যান্ড,উপজেলা সমাজ কল্যান কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সহ প্রমূখ অতিথি বৃন্দ। উপজেলার ১৪৪ টি সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের প্রায় হাজারো নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো অনুষ্টানে যেন আনন্দের জোয়ার বইছিলো। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রদান করা অভিনন্দন, ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্টের কাছে পুরো মঞ্চ দখলে ছিল। অনুষ্ঠানের শুরুতে আয়োজকদের পক্ষ থেকে উপজেলার গ্রাম ও জনপদের বিবিধ উন্নয়নে ২৫ টি অগ্রাধিকার ভিত্তিক বিষয়ে স্মারক লিপি প্রদান করা হয়েছে এবং সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান ও অসহায় ব্যাক্তিকে ৬১ হাজার টাকা নগদ প্রদান করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সাংসদ বলেন, তাঁহার বাবা মরহুম আবুল কাশেম মহোদয় এ জনপদের মাটি ও মানুষের অকৃত্রিম বন্ধু ছিলেন আমি দীর্ঘদিন তাঁহার পাশে থেকে বাবার রাজনৈতিক জীবন, এলাকার উন্নয়ন ও মানুষের সেবা করার বিষয় টি অভিজ্ঞতা হিসাবে সঞ্চয় করেছি। দীর্ঘ ১০ বছর উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন কালে পুরো উপজেলার অলিগলিতে বাবার মত ঘুরে বেড়ানো এবং সুখে দুঃখে ও এলাকার উন্নয়নে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি।আজ আমার ও আপনাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দোয়া ও দয়ায় এবং আপনাদের প্রত্যক্ষ বিপুল ভোটে জয়ী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ সৃষ্টি হয়েছে। তাই আগের তুলনায় আর ও বেশী করে এলাকার উন্নয়নে শরীক হওয়ার জন্য মহান সৃষ্টিকর্তা সুযোগ করে দিয়েছেন। এ জন্য আপনাদের কথা দিচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় স্মার্ট সীতাকুণ্ড বিনির্মানে আপনাদের সাথে নিয়ে কাজ করে যাব। আজ সমাজ কল্যান ফেডারেশনের এমন আয়োজনে আমি মুগ্ধ হয়েছি। এ জন্য আয়োজক সংগঠন ও উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পবিত্র মাহে রমজানের মুবারক বাদ জানাচ্ছি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments