সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।
বিস্তারিত-দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৫৭০০ কেজি আপেলসহ একটি ট্রাক (EICHER RUNNER) জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। যার আনুমানিক মূল্য তেষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকা।
শুক্রবার সকাল সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার কিরন পাড়ায় অভিযান পরিচালনা করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮বিজিবি)এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে আপেল এর এই বড় চালানটি জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করা হবে।