বাড়িবাংলাদেশেসুনামগঞ্জে জেলা আওয়ামী লীগের অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি পালন।

সুনামগঞ্জে জেলা আওয়ামী লীগের অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি পালন।

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলন ইসুতে সারাদেশে বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ।                 শনিবার (৩ আগষ্ট) বেলা সাড়ে ১২টায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট এর নেতৃত্বে পৌর শহরের ট্রাফিক পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে রমিজ বিপনীস্থ দলীয় কার্যালয় থেকে নুরুল হুদা মুকুট এর নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে এসে শেষ হয়।

সমাবেশে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট বলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য সবসময় প্রস্তুত আছে। আমরা এতোটুকুও বলতে পারি আওয়ামী লীগের সামনে কোন অপশক্তি এক মিনিটও দাঁড়াবার ক্ষমতা নেই। আন্দোলনের নামে কোনো নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না।

এসময় জেলা আওয়ামী লীগের সদস্য ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, তাহিরপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন রিপন, জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ, শাহরিয়ার নূর নিহান, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রিমন রহমান সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments