
গাইবান্ধা(সুন্দরগঞ্জ) উপজেলা নিজেস্ব প্রতিনিধিঃ
অভিযোগ সুত্রে জানাযায়, শোভাগঞ্জ হাট ও বাজারের খাস জমির উপর যে সব অবৈধ ঘর / স্থাপনা নির্মান করা হয়েছে তা উচ্ছেদের বিষয়ে গাইবান্ধা জেলা প্রশাসক বরাবর একটি লেখিত অভিযোগ দাখিল হয়। উক্ত অভিযোগ দাখিলের প্রায় ৩ মাস অতিবাহিত হওয়ার পরেও এখন অবধি উচ্ছেদের বিষয়ে কোন আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়নি মর্মে জানাযায়। প্রশাসনের এই দায়িত্বে অবহেলা দেখে অভিযোগ কারী মনে করেন সুন্দরগঞ্জ প্রশাসন এই অবৈধ ঘর নির্মান কারীদের উচ্ছেদ না করে পাল্টা তাদেরকে অবৈধ ভাবে ঘর নির্মান করে খাস জমি জবরদখলে রাখতে সহযোগীতা করছেন। এতে হাট ও বাজারে খাস জমি উদ্ধারে প্রশাসনের ব্যর্থতা প্রকাশ পায়। বিষয় টি দুরুত্ব গতিতে অবৈধ লিজ কারীর লিজ বাতিল এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করার দাবি অভিযোগ কারীর