
সাইয়েদুল মোরসালিন, সুন্দরগঞ্জ উপজেলা বিশেষ প্রতিনিধি।
ষষ্ঠ উপজেলা নির্বাচনে বিপুল ভোটের ব্যাবধানে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান পদে ইন্জিনিয়ার মোস্তফা মহাসিন সরদার।
বুধবার ভোট গ্রহণ শেষে রাত ৯ টায় সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে ফলাফল ঘোষনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার।
সুন্দরগঞ্জ উপজেলায় মোট ১৩৯ টি কেন্দ্রের ফলাফলে চেয়ারম্যান পদে মোস্তাফা মহাসিন সরদার লাঙ্গল প্রতীক নিয়ে ২৭ হাজার ১ শত ১৯ ভোট পেয়ে জয় লাভ করেছে, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জয়ন্ত কুমার দাস মাইক প্রতীক নিয়ে ১৫ হাজার ৬ শত ৬৪ ভোট পেয়ে জয় লাভ করেছে ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছালমা আক্তার শিল্পী কলস প্রতীক নিয়ে ৩১ হাজার ৫ শত ২৩ ভোট পেয়ে জয় লাভ করেছ।