বাড়িরংপুর বিভাগগাইবান্ধা জেলাসুন্দরগঞ্জে চীনের অর্থায়নে ১০০০ শয্যার হাসপাতালের দাবিতে স্মারকলিপি প্রদান

সুন্দরগঞ্জে চীনের অর্থায়নে ১০০০ শয্যার হাসপাতালের দাবিতে স্মারকলিপি প্রদান

সুন্দরগঞ্জ (গাইবান্ধা)নিজস্ব প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের তিস্তা সেতু সংলগ্ন এলাকায় ‘চীন মৈত্রী হাসপাতাল’ স্থাপনের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সাড়ে ১১টার দিকে ‘চীন মৈত্রী হাসপাতাল বাস্তবায়ন পরিষদ’-এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাসের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার বরাবর এ স্মারকলিপি প্রেরণ করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, তিস্তা সেতুর পাশবর্তী হরিপুর ইউনিয়নে প্রায় ১২০০ একরের বেশি অনাবাদি খাস জমি রয়েছে, যা সরকারি বড় প্রকল্প বাস্তবায়নের জন্য একদিকে উপযুক্ত। অন্যদিকে বিনামূল্যে প্রাপ্ত হওয়ায় সরকারের অর্থনৈতিক দিক থেকেও লাভজনক। নবনির্মিত তিস্তা সেতুর মাধ্যমে এই এলাকা কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, জামালপুর ও শেরপুর জেলার সঙ্গে
সরাসরি যুক্ত হওয়ায় এর কৌশলগত গুরুত্বও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্মারকলিপিতে আরও জানানো হয়, প্রস্তাবিত ১০০০ শয্যার হাসপাতালটি বাস্তবায়িত হলে অন্তত ৫০ লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। অথচ রংপুর বিভাগে বগুড়া, রংপুর, দিনাজপুর ও নীলফামারীসহ বিভিন্ন জেলায় আধুনিক চিকিৎসা প্রতিষ্ঠান থাকলেও গাইবান্ধা জেলায় এখনো কোনো সরকারি মেডিকেল কলেজ বা বড় হাসপাতাল গড়ে ওঠেনি। 
বিশেষত চরাঞ্চলভিত্তিক এই জেলায় নদীভাঙন, বন্যা ও স্বাস্থ্যঝুঁকি থাকলেও আধুনিক চিকিৎসা সুবিধা নেই বললেই চলে।
স্বাধীনতার ৫৩ বছর পরও গাইবান্ধার জনগণ স্বাস্থ্যসেবায় বঞ্চিত—এমন বাস্তবতায় সুন্দরগঞ্জে ‘চীন মৈত্রী হাসপাতাল’ স্থাপনকে সময়োপযোগী ও মানবিক সিদ্ধান্ত হিসেবে অভিহিত করা হয় স্মারকলিপিতে।
উল্লেখ্য, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের গত ১৭ এপ্রিল এক চিঠিতে জানানো হয়েছে, চীনের অর্থায়নে তিস্তা পাড়ে ১০০০ শয্যার একটি হাসপাতাল নির্মাণের লক্ষ্যে খাস জমি অনুসন্ধান চলছে। সেই প্রেক্ষাপটে হরিপুর ইউনিয়নের প্রস্তাবিত জমিকে সর্বাধিক উপযুক্ত বিবেচনায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণের দাবি জানিয়েছে বাস্তবায়ন পরিষদ।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, বাবুল আহমেদ আহ্বায়ক সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি, মাহমুদ ইসলাম প্রামানিক মাহমুদ সদস্য সচিব সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি ও যুগ্ম সাধারণ সম্পাদক গাইবান্ধা জেলা বিএনপি মোনোয়ার আলম চেয়ারম্যান কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদ ইফতিকার হোসেন পপেল চেয়ারম্যান বিআরডিবি গফায় মোল্লার আহ্বায়ক বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপি আসাদুজ্জামান খন্দকার মাহবুব সদস্য সচিব শান্তিরাম ইউনিয়ন বিএনপি,নিপু সদস্য সচিব পৌর বিএনপি
ফিরোজ কবির সদস্য সচিব সুন্দরগঞ্জ উপজেলা তাঁতীদলসহ আরোও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক, উন্নয়নকর্মী ও সমাজসেবকরা উপস্থিত ছিলেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments