প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ২:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৭:২৯ এ.এম
সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধ-থানায় অভিযোগ দায়ের

মোঃ খায়রুল আলম নয়ন গাইবান্ধা (সুন্দরগঞ্জ) নিজস্ব প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত মোজাফফর হোসেন এর মেয়ে মমতাজ বেগম সুন্দরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায় বিবাদী সিরাজুল মাষ্টার এর ছেলে রানা মিয়া,মৃত হায়দার আলীর ছেলে হুমায়ুন কবির মিঠু, জাহিদ ইকবাল হিরু,হুমায়ুন কবির মিঠুর স্ত্রী মুর্শিদা বেগম, জাহিদ ইকবাল হিরুর ছেলে মেহেদী হাসান মুগ্ধ,মৃত হায়দার আলীর স্ত্রী জমেলা বেগম সহ বাদীর ক্রয় কৃত সম্পত্তি বসতবাড়ীর উপর হামলা করেন। বাদী বলেন আসামীগণ দীর্ঘদিন হতে আমার ক্রয়কৃত জমির বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি করে আমাকে মারপিট ও খুন জখম করার হুমকি দিয়ে আসতে থাকলে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত -১, গাইবান্ধায় একটি মামলা করি।যার পিটিশন নং -৪৪৩/২৪,ধারা ফৌঃ কাঃ বিঃ আইনের ১০৭/১১৭ (সি)। উক্ত মামলায় আসামীরা বিজ্ঞ আদালতে হাজির হয়ে মমতাজ বেগমের উপর কোন প্রকার অত্যাচার ও ক্ষতি সাধন করবে না মর্মে বন্ড দিয়ে আসে।কিন্তু আসামিরা বিজ্ঞ আদালতকে অবজ্ঞা করে গত ০৭-০৩-২০২৫ইং তারিখে আমার পিতার বাড়ি হতে নিজ বাড়ি আসার পথে সকাল আনুমানিক ৯ টার দিকে আসামিদের বাড়ির সংলগ্ন পশ্চিম পাশে পাকা রাস্তায় পরিকল্পিতভাবে বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে আমার পথ রোধ করে আসামি হুমায়ুন কবির মিঠু হুকুম দিলে সকল আসামি আমাকে এলো পাথরিভাবে মারপিট করে আমার শরীরের বিভিন্ন জায়গায় ছেলাফুলা বেদনাযুক্ত যখম করে।আমি মাটিতে পড়ে গেলে পরনের জামা কাপড় টেনেছিরে ফেলে আমার শ্লীলতাহানি ঘটায় এবং আসামি মুন্নি বেগম আমার গলা থেকে ৮ আনা ওজনের স্বর্ণের চেইন বলপূর্বক ছিনিয়ে নেয়। সেই সময় আসামিগণ আমাকে প্রাণনাশ করার হুমকি সহ বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রদর্শন করে।এলাকাবাসী আমার অবস্থা খারাপ দেখলে আমাকে অটো যোগে সুন্দরগঞ্জ হাসপাতালে ভর্তি করে।আমি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে ছাড়পত্র নিয়ে পরদিন ০৮-০৩-২০২৫ ইং তারিখে বাড়িতে আসি।আবার ঐদিন ৪ টার সময় আসামিরা জনতায় দলবদ্ধ হয়ে আমার বাড়িতে অনধিকার প্রবেশ করে বাড়ির টিনের বাউন্ডারির বেড়া ভাঙচুর করে। ঘরে থাকা ৫২ ইঞ্চি এলইডি ওয়ালটন টিভি, রাইস কুকার, সেলাই মেশিন, বিদেশি কম্বল, চাল,প্লাস্টিক ড্রাম, ৩ বস্তা সিমেন্ট, বাসনপত্র সহ সাংসারিক যাবতীয় জিনিসপত্র নিয়ে যায় এবং ঘর পুড়িয়ে দিবে মর্মে হুমকি দিয়ে যায়।
এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর সঙ্গে কথা হলে তিনি বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত