প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৫, ৬:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১:০০ পি.এম
সুন্দরগঞ্জে ফজলুল হক উচ্চ বিদ্যালয় ও কলেজে ছাত্র-ছাত্রীদের জন্য ওয়াশ ব্লকের চাবি হস্তান্তর

মোঃ খায়রুল আলম নয়ন গাইবান্ধা(সুন্দরগঞ্জ) নিজস্ব প্রতিনিধিঃ-
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর ফজলুল হক উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সহকারী প্রধান শিক্ষক আব্দুর রশিদকে ওয়াশ ব্লকের চাবি হস্তান্তর করেন চন্ডিপুর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী মোস্তফা মাসুম।
জানা যায় ২০২৩-২০২৪ ইং অর্থবছরের উন্নয়ন সহায়তা তহবিল (বিবিজি) হতে ওয়াশ ব্লকের জন্য ৫ লক্ষ টাকা বরাদ্দ পান চন্ডিপুর ইউনিয়নের চেয়ারম্যান। কিন্তু বরাদ্দকৃত টাকা দিয়ে ওয়াশ ব্লকের কাজ স্বয়ংসম্পূর্ণ না হওয়ায় চেয়ারম্যান তার নিজস্ব অর্থায়নে উক্ত ওয়াশ ব্লকের ফানি ফিটিং এর জন্য অর্ধ লক্ষ টাকা ব্যয় করে ওয়াশ ব্লকের কাজ স্বয়ংসম্পূর্ণ করেন।এতে খুশি অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ শিক্ষক মহোদয়।
গত ১৭-০৪-২০২৫ ইং তারিখে চন্ডিপুর ফজলুল হক উচ্চ বিদ্যালয় ও কলেজের সরকারি প্রধান শিক্ষক আব্দুর রশিদ এর হাতে ওয়াশ ব্লকের চাবি হস্তান্তর করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন চন্ডিপুর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী মোস্তফা মাসুম, উক্ত প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক নুরুল হুদা, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম সাইফ,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম আকন্দ সুন্দরগঞ্জ প্রেসক্লাব ও সাংবাদিক খাইরুল আলম নয়ন প্রমুখ।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত