বাড়িরংপুর বিভাগগাইবান্ধা জেলাসুন্দরগঞ্জে বোরিং লাইসেন্স পেতে আল-আমিনের পরিবার এখন সহায় সম্বল হারা

সুন্দরগঞ্জে বোরিং লাইসেন্স পেতে আল-আমিনের পরিবার এখন সহায় সম্বল হারা

মোঃ খায়রুল আলম নয়ন (গাইবান্ধা) সুন্দরগঞ্জ নিজস্ব প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটী ইউনিয়নে প্রায় ৪০/৫০ফুটের মধ্যেই ২টি সেচ। সর জমিনে তথ্য অনুসন্ধানে জানা যায় মোঃ আল-আমিন মিয়া পিতা,মৃত ছামছুল হক উত্তর মরুয়াদহ মৌজার জেল নং ৮২ খতিয়ান নং ৩১৬৬ দাগ নং ৪৭১৯ এ সেচ বোরিং লাইসেন্স পেতে  আবেদন করেন। যার আবেদন সিরিয়াল নং ৮২ মোতাবেক ১৬৭৫ নং লাইসেন্স প্রাপ্ত হন। লাইসেন্স প্রাপ্তির প্রায় ২ বছর ৬ মাস অতিবাহিত হওয়ার পরেও এখন অবধি বিদ্যুৎ সংযোগ পাননি আল-আমিন মিয়া। পরর্শবর্তী মোঃ আঃ ছালাম পিতা মোহাম্মদ আলী দক্ষিণ মরুয়াদহ মৌজায় সেচ বোরিং  লাইসেন্স এর জন্য আবেদন করেন। যার আবেদন সিরিয়াল নং ৮৫ অনুযায়ী লাইসেন্স নং ১৪৯৮। লাইসেন্স অনুযায়ী আঃ ছালাম এর সেচ দক্ষিণ মরুয়াদহ মৌজা থাকার কথা থাকলেও বর্তমানে সেচ বোরিং এর অবস্থান উত্তর মরুয়াদহ মৌজার মধ্যে অবস্থা । এ ব্যাপারে আলা-আমিন মিয়া বলেন সুন্দরগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা গন টাকার বিনিময়ে কাগজে দক্ষিণ মরুয়াদহ মৌজা সেচ উত্তর মরুয়াদহ মৌজায় এনে সে খানে অবৈধ সেচে বিদ্যুৎ সংযোগ প্রদান করেন, যেখানে পর্বেই আমি লাইসেন্স প্রাপ্ত হয়ে আছি অথচ আমার সেচে কেন বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে না। এই পল্লী বিদ্যুৎ এবং বিএডিসি অফিস আমার লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত করে আমাকে সহায় সম্বল হারা করেছে। আমার দাবি দুরত্ব গতিতে চলিত মৌসুমে যেনো আমার সেচে বিদ্যুৎ সংযোগ প্রদান করেন। এ ব্যাপারে আমি উর্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments