বাড়িরংপুর বিভাগগাইবান্ধা জেলাসুন্দরগঞ্জে হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ 

সুন্দরগঞ্জে হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ 

সুন্দরগঞ্জ (গাইবান্ধা)নিজস্ব প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে গোলাম আজম সরকার, এফ আই জাহাঙ্গীর মন্ডল ও আব্দুর রহমান এর সন্ত্রাসী বাহিনী কর্তৃক মোঃ বাদশা মিয়া (৬০) কে নৃশংসভাবে হত্যাকারীদের দ্রুত গ্ৰেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 গত (২২এপ্রিল) মঙ্গলবার বিকেলে উপজেলার ছাপরহাটী ইউনিয়নের মন্ডলের হাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিলটি ঐ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এলাকাবাসী ব্যানারে ঘন্টা ব্যাপী চলমান মানববন্ধনে বক্তারা মোঃ বাদশা মিয়ার হত্যাকারী গোলাম আজম সরকার, এফ আই জাহাঙ্গীর মন্ডল ও আব্দুর রহমান সহ হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্ৰেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিকেল অনুষ্ঠিত ঐ মানববন্ধনের ব্যানারে মোঃ বাদশা মিয়াকে ছাপরহাটী ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৬নং ওয়ার্ডের একজন কর্মী দাবি করা হয়।
একই দিনে সন্ধ্যায় একই স্থানে এলাকাবাসী ব্যানারে আর একটি মানববন্ধনে শীর্ষ সন্ত্রাসী আজম ও তার দলবল কর্তৃক মোঃ বাদশা মিয়া হত্যাকারীদের দ্রুত গ্ৰেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে একটি বিক্ষোভ মিছিল এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এই মানববন্ধন ব্যানারে মোঃ বাদশা মিয়াকে জামায়াতে ইসলামীর একজন কর্মী হিসেবে উল্লেখ করা হয়।
এরআগে গত ১২ এপ্রিল উপজেলার ছাপরহাটী ইউনিয়নের মন্ডলের হাটে বাবু মিয়ার ঔষধের দোকানের সামনে তুচ্ছ ঘটনায় হামলার শিকার হন মোঃ বাদশা মিয়া (৬০) ।ঐদিনই তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয় অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে  তিনি মারা যান।
মৃত বাদশা মিয়া ছাপরহাটী ইউনিয়নের পশ্চিম ছাপরহাটি গ্ৰামের মৃত আবুল হোসেনের ছেলে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments