বাড়িরংপুর বিভাগগাইবান্ধা জেলাসুন্দরগন্জের রামজীবন ইউনিয়নে এমপি নাহিদ নিগারের আগমনে শুভেচ্ছা জানান ইউপি চেয়ারম্যান শামসুল...

সুন্দরগন্জের রামজীবন ইউনিয়নে এমপি নাহিদ নিগারের আগমনে শুভেচ্ছা জানান ইউপি চেয়ারম্যান শামসুল হুদা মাস্টার।

এস এম মোরসালিন, সুন্দরগঞ্জ উপজেলা বিশেষ প্রতিনিধি। 

২৯ গাইবান্ধা ১ আসনের এমপি জননেত্রী নাহিদ আগমনে রামজীবন ইউনিয়নে চেয়ারম্যান জনাব সামছুল হুদা মাস্টার ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ইউনিয়ন পরিষদে ঘরোয়া আলোচনায় রামজীবন ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন মুলক আলোচনা করেন, বিভিন্ন রাস্তাঘাট পাকারনে চেয়ারম্যান জোরালো দাবি জানেন, চেয়ারম্যান বলেন আমার ইউনিয়ন পিছিয়ে পরা ইউনিয়ন অনেক রাস্তাঘাট কাচা রয়েছে সে গুলো পাকাকরণ যে অতি দ্রুত হয় সে বিষয় এমপি নাহিদ নিগারের কাছে দাবি জানান।

পরিশেষে রামজীবন ইউনিয়নে ডোমেরহাট বাজার হতে ধনিয়াকুরা ২ কিলোমিটার রাস্তার শুভ উদ্বোধন করেন। এমপি নাহিদ নিগার জানান রামজীবন ইউনিয়নে যত দ্রুত সম্ভব আমি কিছু বরাদ্দ দেবো ও রাস্তার কাজ করবো।

সকল প্রোগ্রামে উপস্থিত ছিলেন রামজীবন ইউনিয়নের ইউপি সদস্যসহ বিভিন্ন ব্যাক্তিবর্গ

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments