বাড়িঢাকা বিভাগঢাকা জেলাসুন্দর আয়োজনে সম্পন্ন হোলো "তারুন্যের উৎসব ব্যাডমিন্টন টুর্নামেন্টে এর ফাইনাল।

সুন্দর আয়োজনে সম্পন্ন হোলো “তারুন্যের উৎসব ব্যাডমিন্টন টুর্নামেন্টে এর ফাইনাল।

ধামরাই(ঢাকা)শিক্ষানবিশ প্রতিনিধি

ধামরাই উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত “তারুন্যের উৎসব ব্যাডমিন্টন টুর্নামেন্ট -২০২৫ ” এর ফাইনাল খেলা সুন্দর আয়োজনের মধ্যে দিয়ে সম্পন্ন হোলো,  উক্ত টুর্নামেন্টে উপজেলা প্রশাসনের ৮ টি টিম ও ধামরাই উপজেলা ও পৌরসভা সমন্বয়ে ৮ টি টিম,  সর্বমোট ১৬ টিম অংশগ্রহণ করেছে। খেলা সম্পন্ন  হয় নক আউট পর্বে,  দীর্ঘ ১০/১২ দিন পরিচালনায় ফাইনালে উন্নীত হন ধামরাই পৌরসভার ২ টি টিম, ইসলামপুর এর  নাজমুল, শাহিনুর ও পাঠানটোলার অঙ্গন,অনিক।  শ্বাসরুদ্ধকর খেলায় ইসলামপুর নাজমুল টিম বিজয়ী হয় ২-১ ব্যাবধানে। খেলা শেষে বিজয়ী টিমকে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ধামরাই উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মামনুন আহমেদ অনিক এবং তিনি উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল টিমকে ধন্যবাদ জানান ও প্রতিবছর এমন সুন্দর আয়োজন সম্পন্ন করার প্রচেষ্টা ধারাবাহিক রাখবেন বলে জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments