
ধামরাই(ঢাকা)শিক্ষানবিশ প্রতিনিধি
ধামরাই উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত “তারুন্যের উৎসব ব্যাডমিন্টন টুর্নামেন্ট -২০২৫ ” এর ফাইনাল খেলা সুন্দর আয়োজনের মধ্যে দিয়ে সম্পন্ন হোলো, উক্ত টুর্নামেন্টে উপজেলা প্রশাসনের ৮ টি টিম ও ধামরাই উপজেলা ও পৌরসভা সমন্বয়ে ৮ টি টিম, সর্বমোট ১৬ টিম অংশগ্রহণ করেছে। খেলা সম্পন্ন হয় নক আউট পর্বে, দীর্ঘ ১০/১২ দিন পরিচালনায় ফাইনালে উন্নীত হন ধামরাই পৌরসভার ২ টি টিম, ইসলামপুর এর নাজমুল, শাহিনুর ও পাঠানটোলার অঙ্গন,অনিক। শ্বাসরুদ্ধকর খেলায় ইসলামপুর নাজমুল টিম বিজয়ী হয় ২-১ ব্যাবধানে। খেলা শেষে বিজয়ী টিমকে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ধামরাই উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মামনুন আহমেদ অনিক এবং তিনি উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল টিমকে ধন্যবাদ জানান ও প্রতিবছর এমন সুন্দর আয়োজন সম্পন্ন করার প্রচেষ্টা ধারাবাহিক রাখবেন বলে জানান।