বাড়িবাংলাদেশেসিলেট বিভাগসেলবরষ ইউনিয়নের চেয়ারম্যান  গোলাম ফরিদ খোকার বাড়িতে চুরি 

সেলবরষ ইউনিয়নের চেয়ারম্যান  গোলাম ফরিদ খোকার বাড়িতে চুরি 

রবি মিয়া , ধর্মপাশা(সুনামগঞ্জ)নিজস্ব প্রতিনিধি 

সুনামগঞ্জ জেলা  ধর্মপাশা উপজেলা ২নং সেলবরষ ইউনিয়নের  চেয়ারম্যান গোলাম ফরিদ খোকার বাড়িতে চুরি,সোমবার দিবাগত রাত আনুমানিক ২ ঘটিকায় সময় এ ঘটনা ঘটে। 

দুর্বৃত্তরা চেয়ারম্যান এর ঘরে ঢুকে  স্টিল এর দরজা খেটে ঘরে  প্রবেশ করে।  ড্রয়ার থেকে নগত  ১০,৭০০০/ একলক্ষ সাত হাজার টাকা নিয়ে যায়। 

এবিষয়ে চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার ঘরে  যে চুরির ঘটনা ঘটে তা খুবই সুপরিকল্পিত ভাবে করা হয়েছে। এবং দূর্বৃত্তরা শুধু টাকা নিয়েছে, আর অন্য কিছু নেয়নি। তিনি আরও বলেন যেখানে আমার ঘরে চুরি হয়েছে  সেখানে তো আর কেউ  নিরাপদ নয়। এ বিষয়ে তিনি প্রশাসনের  সহযোগিতা কামনা করেন। যাতে করে এমন কোন আর ঘটনা  না ঘটে এবং চোরদের দরে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানান তিনি। 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments