বাড়িরংপুর বিভাগনীলফামারী জেলাসৈয়দপুরে ঝড়ে ক্ষতিগ্রস্তদের এমপি সিদ্দিকুল আলমের সহায়তা প্রদান।

সৈয়দপুরে ঝড়ে ক্ষতিগ্রস্তদের এমপি সিদ্দিকুল আলমের সহায়তা প্রদান।

মো:ফায়সাল (সৈয়দপুর, নীলফামারী)শিহ্মানবীস প্রতিনিধি। 

গত ২৯ মে গভীর রাতে সৈয়দপুরের ওপর দিয়ে বয়ে যায় কাল বৈশাখী ঝড়। প্রচন্ড গতির ঝড়ে এ উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঝড়ের রাতে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পাঠানপাড়ায় নির্মাণ শ্রমিক বাবুল খানের বাড়ির দেওয়াল ভেঙ্গে পড়ে এতে তার দুই সন্তান শাকিব খান ও সবুজ দেওয়াল চাপা পড়ে চরমভাবে আহত হন। একটি গাছ উপড়ে পড়ে এই দুর্ঘটনাটি ঘটে। দু ভাইয়ের মাথা ফেটে যায়। তাদের স্থানীয় ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

নীলফামারী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য সিদ্দিকুল আলম আজ ঝড়ে আহত দু ভাইকে দেখতে যান। তিনি সমবেদনা জানান, সাথে তাদের মায়ের হাতে তুলে দেন আর্থিক সহায়তা।

বিপদের দিনে সংসদ সদস্যকে পাশে পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটি কান্না ভেঙ্গে পড়ে। সংসদ সদস্য পরিবারটির জন্য সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments