বাড়িরংপুর বিভাগনীলফামারী জেলাসৈয়দপুরে মানবকল্যান "শান্তি সংঘ'র " উদ্যোগে দুস্থ পরিবারদের মাঝে খাদ্য ...

সৈয়দপুরে মানবকল্যান “শান্তি সংঘ’র ” উদ্যোগে দুস্থ পরিবারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ 

মো:ফায়সাল(সৈয়দপুর,নীলফামারী) শিহ্মানবিশ প্রতিনিধি। 

আজ (রোববার) নীলফামারীর সৈয়দপুরে পবিত্র রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে দুস্থ পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মানবকল্যান শান্তি সংঘ। রবিবার বিকেলে শহরে গোলাহাট রেলওয়ে কলোনী জামে মসজিদ ঈদগাহ ময়দানে আগত দুস্থদের মাঝে পোলাও চাল, সেমাই, চিনি, দুধ ও মুরগীসহ অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত। বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রামের সহকারী জজ মো: আসিফ উদ্দিন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো: শাহা আলম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হিটলার চৌধুরী ভলু, সাংবাদিক জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল্লাহ সাব্বির প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও দোয়া পরিচালনা করেন মাওলানা কালিম মাদানী। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সভাপতি খালিদ আযম।

সংগঠনের সাধারণ সম্পাদক আরজু আশরাফী জানান, আসন্ন ঈদকে সামনে রেখে এবং সংস্থার ১০ বছর পূর্তি উপলক্ষে এই মানবিক কর্মসুচী আমরা পালন করেছি। প্রতি বছর বিভিন্ন দিন উপলক্ষে আমরা এরুপ কাজ করে আসছি। আজ যতটুকু করতে পেরেছি এতে দুস্থদের ঈদ আনন্দমুখর হবে বলে আমরা আশাবাদী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments