মো:ফায়সাল (সৈয়দপুর, নীলফামারী)শিহ্মানবীস প্রতিনিধি।
আজ রোববার সৈয়দপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য এক শোভাযাত্রায় বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও সাধারন জনগণ অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত, উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজমল হোসেন, সহকারী কমিশনার আমিনুল ইসলাম, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদুজ্জামান রাশেদ, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, আওয়ামীলীগ নেতা সাখাওয়াত হোসেন খোকন প্রমুখ।
এছাড়া উপজেলা পরিষদ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে বর্ষবরণ উপলক্ষে শিল্প সাহিত্য সংসদ, উদীচী শিল্পী গোষ্ঠী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও সুরধ্বণীর শিল্পীরা একক ও সম্মিলিতভাবে সংগীত পরিবেশন করবেন।