
সখিপুর(টাঙ্গাইল)শিক্ষানবিশ প্রতিনিধি
সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানি লিমিটেড বাংলাদেশে কাজ শুরু করেন ২০১৩ সালে চেয়ারম্যান গোলাম মোস্তফা কদ্দুস স্যারের নেতৃত্বে, সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানি লিমিটেড এর মূল উদ্দেশ্য ইন্সুইরেন্স এর নামে প্রতারণা বন্ধ করে সাধারণ জনগণের ভবিষ্যৎ উজ্জ্বল এবং নির্ভর যোগ্য ভরসা প্রাপ্ত সঞ্চয় জমাকৃত প্রতিষ্ঠান উপহার দেওয়া।
চেয়ারম্যান জনাব গোলাম মোস্তফা কদ্দুস স্যার বলেন সোনালী লাইফ: আস্থা ও প্রতিশ্রুতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে সাধারণ জনগণের ভবিষ্যৎ উজ্জ্বল করার লক্ষে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে সফল ভাবে কাজ করে আসতেছে বিগত ১১ বছর যাবত। ২০২৩ সালের লিডার্স ক্লাব এওয়ার্ড এর ১৪০০+ কর্মী নিয়ে অনুষ্ঠান এর আয়োজন করেন সোনারগাঁ হোটেলে, সেখানে চেয়ারম্যান জনাব গোলাম মোস্তফা কদ্দুস স্যার বলেন সোনালী লাইফ ইন্সুইরেন্স এর সাফল্য অর্জন দেখে কিছু অসাধু ইন্সুইরেন্স কোম্পানি টাকা দিয়ে বিভিন্ন নিউজ প্রকাশ করে সোনালী লাইফ ইন্সুইরেন্স এর ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানি লিমিটেড। তিনি সাধারণ জনগণের উদ্দেশ্য আরো বলেন যদি কোন ব্যাক্তি সোনালী লাইফ ইন্সুইরেন্স এর বিরুদ্ধে প্রতারণার পাকা পোক্ত প্রমাণ দাখিল করতে পারেন তাহলে তাকে নগদ এক লক্ষ টাকা উপহার দিবেন।
সমালোচকদের অনেকেই প্রশ্ন তোলেন, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কি আসলেই সময়মত বীমা দাবি পরিশোধ করে? সোনালী লাইফ ইনস্যুরেন্স আবারও প্রমাণ করলো যে, প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করা সম্ভব, যদি প্রতিষ্ঠান হয় সৎ, স্বচ্ছ, এবং প্রযুক্তি নির্ভর।সেপ্টেম্বর ২০২৪-এর পরিসংখ্যানই তার উজ্জ্বল প্রমাণ।
সোনালী লাইফ ইন্সুইরেন্স প্রতিটি দাবি, প্রতিটি পলিসি গ্রাহকের স্বার্থ রক্ষার জন্য আন্তরিক ভাবে কাজ করে আসছে বিশ্বস্যস্থার সাথে। এমনকি মৃত্যু দাবি পর্যন্ত দ্রুততম সময়ের মধ্যে পরিশোধ করেছেন, যা অন্য অনেক প্রতিষ্ঠানের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের গ্রাহক সেবা দিয়েছেন সর্বমোট ২৩,৪৬,৯৮,৩১৮ টাকা, তার মধ্যে সহোযোগি বিমা(SP) ২৬ টি -৫,৭৭,৯৪২ টাকা, প্রত্যাশিত সুবিধা(SB) ১৩০৫ টি – ৩,৯০,৭৮,৯৭৯ টাকা, মেয়াদপূর্তি সুবিধা(FM) ১০২০ টি – ১৯০,৩২৭,০০৩ টাকা, মৃত্যু দাবি (DC) ৫১ টি – ৪৭,১৪,৩৯৪ টাকা পরিশোধ করে বাংলাদেশের ইন্সুইরেন্স এর সুনাম অর্জনে প্রথম স্থান অর্জন করেন।
চেয়ারম্যান জনাব গোলাম মোস্তফা কদ্দুস স্যার বলেন অনেকেই ইন্স্যুরেন্সের উপর আস্থা হারিয়েছে আগের দিনের কিছু প্রতিষ্ঠানের অসাধু কার্যকলাপের কারণে। কিন্তু সোনালী লাইফ শুরু থেকেই একটি প্রযুক্তিনির্ভর, শতভাগ স্বচ্ছ ও নির্ভর যোগ্য ভরসা প্রাপ্ত কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।