বাড়িময়মনসিংহ বিভাগময়মনসিংহ জেলাসোনালী লাইফ ইন্সুইরেন্স এর কর্ণধার জনাব মোহাম্মদ মোস্তফা গোলাম কদ্দুস স্যার এর...

সোনালী লাইফ ইন্সুইরেন্স এর কর্ণধার জনাব মোহাম্মদ মোস্তফা গোলাম কদ্দুস স্যার এর অকাল মৃত্যুতে শোকাহত দেশবাসী।

 মো: সোহেল রানা, বিশেষ প্রতিনিধি ভালুকা(ময়মনসিংহ)। 
সোনালী লাইফ ইন্স্যুরেন্স এর স্বপ্নদ্রষ্টা , সাবেক BGMEA এর সভাপতি , ড্রাগন গ্রুপের কর্নধার , রুপালি জেনারেল ইন্স্যুরেন্স এর প্রতিষ্ঠাতা – 
জনাব মোহাম্মদ  মোস্তফা গোলাম কুদ্দুস স্যার
আজ ২৫ জানুয়ারি ভোর ০৬:৪০ মিনিট এ ইন্তেকাল করেছেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মোস্তফা গোলাম কদ্দুস স্যার যিনি ছিলেন লাখো যুবকের বেকারত্ব দূরিকরণের লক্ষে নিজেকে উতস্বর্গ করা এক অক্লান্ত পরিশ্রমী বীর, যাহার স্বপ্ন ছিল বাংলাদেশ কে বেকার মূক্ত এবং প্রতিটি ব্যাক্তির নিজেস্ব ব্যাক্তিত্ব প্রকাশের রাস্তা দেখানো। তিনি সোনালী লাইফ ইন্সুইরেন্স এর মাধ্যমে সাধারণ জনগণের ভবিষ্যৎ উজ্জ্বল করার লক্ষে এবং ইন্সুইরেন্স প্রতি অবহেলার দৃষ্টি ফিরিয়ে এনে নির্চিত ভবিষ্যৎ গড়তে সকল প্রকার বাধাকে পেরিয়ে আমাদের মাঝে সোনালীর এক অন্যতম গুরুত্ব প্রদান করে দিয়েছিলেন। 
আজ আমাদের মাঝে থেকে হঠাৎ  সেই লাখো যুবকের চোখের মণি  অকাল মৃত্যুতে হারিয়ে গেলেন। আমরা তিনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি , লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টির ওয়াসিলায়  আল্লাহ পাক তিনাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন , আমিন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments