অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
সোমবার ১৭ জুন পবিত্র ঈদ - উল - আজাহা। সরকারি কর্মকর্তা, কর্মচারীদের টানা পাঁচ দিন সরকারি ছুটি শুরু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান ঈদ- উল- আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ ছুটি শুরু হয়েছে ১৩ জুন বৃহস্পতিবার বার থেকে ২ জুলাই মঙ্গলবার পর্যন্ত।
আবহাওয়া সূএে জানা যায়, ঈদের দিন দেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। ঈদের আগে ও পরে দেশের উওরপূর্ব ও উওর পশ্চিম অঞ্চলে বৃষ্টি বাড়তে পারে।
মুসলমানদের জীবনে আল্লাহ প্রদও দুটি আনন্দের দিনে একটি উৎসব হলো পবিত্র ঈদ -উল- আজাহা। হযরত ইব্রাহীম আলাইহিম সালাম তার সবচেয়ে প্রিয় পুএ ইসমাইল কে কোরবানি করার জন্য উদ্যত হলে আল্লাহ তায়ালা তাকে বাধা দেন। পুএের পরিবর্তে পশু কোরবানির নির্দেশ দেন।
সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য প্রতিবছর ঈদ- উল-আজাহা পালন করে থাকেন। ঈদ- উল- আজহার কোরবানির মূল শিক্ষা হচ্ছে ত্যাগ। ঈদের দিন ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। এই ত্যাগের শিক্ষা নিয়ে ব্যক্তি জীবন ও সমাজ জীবনে প্রয়োগ
করবে কোরবানির শিক্ষা।
ঈদ - উল -আজাহার দিন ইসলাম ধর্মের মানুষ ফজরের নামাজের পর ঈদগাহে গিয়ে দুই রাকাত ঈদুল আজাহার নামাজ আদায় করেন। নামাজ শেষে আর্থিক সামার্থ্য অনুযায়ী গরু, ছাগল, ভেড়া, মহিষ ও উট আল্লাহর নামে কোরবানি করেন। মুসলমানরা কোরবানির মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করেন। ঈদ- উল - আজাহা বাংলাদেশে কোরবানির ঈদ নামেও পরিচিত।
প্রতি বারের মতো এ বছরও ঈদ যাএায় নৌ, সড়ক, রেলপথ, আকাশ পথে ঘরমুখো মানুষের উপচে পড়া ভীড় ছিল। পরিবারের ও প্রিয়জনের সাথে ঈদ করতে কষ্ট করে হলেও ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছেন মানুষ।
ঈদ- উল -আজহা সকল মানুষের জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি। সবাই কে ঈদ - আজাহার শুভেচ্ছা। ঈদ মোবারক। ত্যাগের মহিমায় সবার জীবন উদ্ভাসিত হোক।