বাড়িবরিশাল বিভাগপিরোজপুর জেলা।সৌদি আরবের সাথে মিল দেখে পিরোজপুরের ১০ গ্রামের রোজা পালন শুরু

সৌদি আরবের সাথে মিল দেখে পিরোজপুরের ১০ গ্রামের রোজা পালন শুরু

মোঃ নাজমুল হোসেন জিয়ানগর (পিরোজপুর) নিজস্ব প্রতিনিধি 
সৌদি আরবের সাথে মিল রেখে  পিরোজপুরের ০৩ উপজেলার ১০গ্রামের প্রায় ৮০০ এর অধিক পরিবার রোজা পালন শুরু করেছেন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) তারাবির নামাজ আদায় করে শনিবার (০১মার্চ) ১ম রোজা শুরু করেন। 
স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোরা, কচুবাড়িয়া, ঝাটিবুনিয়া, খেতাচিরা ও চকরগাছিয়ার ০৫ গ্রামের প্রায় ০৭শতাধিক পরিবার, কাউখালী উপজেলার শিয়ালকাঠি সাতুরিয়া ও বেতকা ইউনিয়নের প্রায় ৭৫ থেকে ৮০ পরিবার রোজা পালন শুরু করেছেন। 
এছাড়া  নাজিরপুর উপজেলার শেখমাটিয়া  ইউনিয়নের খেজুরতলা গ্রামের ৩৫ পরিবার ও সদর উপজেলার কদমতলা ইউনিয়নের একপাই  জুজলা গ্রামের প্রায় ৬০ পরিবার সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশে রোজা শুরুর ০১দিন আগে তারা রোজা শুরু করেছেন বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, শরীয়তপুরের সুরেশ্বর দরবার শরীফের পীর হযরত মাওলানা আহাম্মদ আলীর অনুসারীরা ৮০ বছরের অধিক সময়ের মতো তারা সৌদি আরবের সাথে মিল দেখে রোজা পালন করছেন বলে দাবি করেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments