বাড়িবাংলাদেশেস্কুল থেকে বাড়ি ফিরা হলো না তাছনিয়া জান্নাত রাইসা'র নিখোঁজ সংবাদ

স্কুল থেকে বাড়ি ফিরা হলো না তাছনিয়া জান্নাত রাইসা’র নিখোঁজ সংবাদ

শুভাগত দাস ।। কুলাউড়া(মৌলভীবাজার)শিক্ষানবিশ প্রতিনিধি

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ১নংবর্ণি ইউনিয়নের ৩নংওয়ার্ড সৎপুর গ্রামের স্হায়ী বাসিন্দা

বর্ণি ইউনিয়ন কৃষকদলের আহবায়ক আলী হোসেন আবু আহমদ এর মেয়ে ফকির বাজার উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী তাছনিয়া জান্নাত রাইশা গত কাল ১০/১১/২০২৪ইং রোজ রবিবার বাড়ি থেকে সকাল বেলা স্কুল আসে কিন্তু স্কুল টাইম শেষ হয় তাই বাড়িতে ফিরেনা।

গত কাল থেকে থাকে অনেক খোঁজা খোঁজি করেন পরিবারের লোকজন কিন্তু থাকে কোথায়  পাওয়া যায়না। কেউ যদি এই মেয়েটির সন্ধান পেয়ে থাকেন তাহলে অতি দৃত সময়ে দয়া করে যোগাযোগ করবেন।

যোগাযোগর ঠিকানা,মেয়ের বাবা,আলী হোসেন আবু

গ্রামঃসৎপুর ইউনিয়নঃ১নংবর্ণি উপজেলাঃবড়লেখা।

জেলাঃমৌলভীবাজার। মোবাইল নম্বর 01315600894

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments