মনোহরদী(নরসিংদী)নিজস্ব প্রতিনিধি
যখন কোন কিছু বিনামূল্যে পাওয়া যায়,বুঝে নিবেন তার জন্য অনেক বড় মূল্য দিতে হবে।
নোবেল বিজয়ী 'ডেসমন্ট টু টু' একবার বলেছিলেন, 'যখন মিশনারীরা আফ্রিকায় এসেছিল, তখন তাদের কাছে শুধু বাইবেল ছিল এবং আমাদের জমি ছিল' । তারা বলল, 'আমরা আপনাদের জন্য দোয়া করতে এসেছি'। বিশ্বাস করে আমরা চোখ বন্ধ করেছি, যখন খুললাম তখন আমাদের হাতে বাইবেল ছিল, আর তাদের হাতে আমাদের জমি ছিল ।একইভাবে যখন সোশ্যাল নেটওয়ার্ক সাইট এলো। তখন তাদের ফেসবুক - হোয়াটসঅ্যাপ ছিল, আর আমাদের ছিল স্বাধীনতা ও গোপনীয়তা।
তারা বলেছিল 'এটা বিনামূল্যে'। আমরা চোখ বন্ধ করেছিলাম এবং যখন খুললাম তখন আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ আছে এবং তাদের কাছে আমাদের স্বাধীনতা ও ব্যক্তিগত তথ্য আছে।
যখনই কোন কিছু ফ্রী পাওয়া যায় তখনই তার মূল্য আমাদের স্বাধীনতা দিয়ে দিতে হয়।
মনে রাখবেন,
"জ্ঞান থেকে শব্দ বোঝা যায়, অভিজ্ঞতা থেকে অর্থ বোঝা যায়"
আর তাই আমি অনুরোধ করে বলব দেশকে স্বনির্ভর করতে বিদেশী পণ্য বাদ দিয়ে স্বদেশী পণ্য কিনুন, পণ্য কিনলেই মান বাড়বে, কোম্পানী বাড়বে, প্রতিযোগীতা বাড়বে।দেশীয় কোম্পানী বাঁচলে আমরা বাঁচবো।দেশের লক্ষ যুবকের কর্মসংস্থান হচ্ছে দেশীয় কোম্পানীতে।তাদের পরিবারগুলোর ভরণপোশনের ব্যবস্থা হচ্ছে।আমার গবেষণা মতে কিছু দেশীয় কোম্পানির দেশীয় পন্যের তালিকা তুলে ধরলাম।
সাবানঃ-মেরিল, কেয়া, সেপনিল, তিব্বত, তিব্বত ৫৭০, Lifeguard, Cute
বাথরুম পরিষ্কারঃ- Shakti, Clean Master, Finis, Amana, Xtreme
টুথপেষ্টঃ-Magic Harbal, White Plus, Cute, Active Toothpaste
চুলের তৈলঃ- জুঁই, মায়া, কলম্বো, মেরিল অলিভ অয়েল, Cute
গুড়োদুধঃ- Pusti, ACI, Pure Milk, AMA, Mars, Starship, Danish
ডিটারজেন্টঃ-কেয়া, তিব্বত, White Plus, Chaka, Jet
চাঃ- ইস্পাহানি, Bengal, Kazi, Cylon (আবুল খায়ের)Danish
শ্যাম্পুঃ- কেয়া, Cute, Revive, Meril, Select Plus
সয়াবিন তৈলঃ- পুষ্টি, বসুন্ধরা, সেনা, Teer, Fresh
Petrolium Jelly - Meril, Tibet, Cute, SMC,
মশা নিরোধ সামগ্রীঃ- Xpel, Sepnil, Xtreme -
Room Freshner - Spring, Basundhara
আটা,ময়দা ও সুজিঃ- Teer, Basundhara, Fresh
নুডলসঃ- কোকোলা, বসুন্ধরা, Foodi
চালঃ- পুষ্টি, চাষী, চিনিগুড়া, Teer
চিনিঃ- Teer, Fresh, আখের চিনি
সরিষার তৈলঃ- রাধুনি, পুষ্টি, Teer
বিস্কুটঃ- Radisho, Olympic. Danish
লবণঃ- Teer, ACI, Fresh Danish
পানিঃ- Jibon, MUM, প্রাণ
টিস্যুঃ- বসুন্ধরা, ফ্রেশ গারটেক্স
কোল্ড ড্রিংকঃ-মজো(সন্ত্রাস বাদের বিরোধিতা স্বরুপ),ফ্রুটু,ফ্রুটিকা,
এক সময়ের সোনালী আঁশ পাটশিল্প ধ্বংস হয়ে গেছে,,চামড়া শিল্প ধ্বংস হয়ে গেছে।।যেগুলো আছে সেগুলোকে টিকিয়ে রাখার জন্য আমাদের দেশীয় পণ্য কিনতে হবে।নইলে একদিন আমরা পুরো পরনির্ভরশীল হয়ে পড়বো।তাই বিদেশী পন্য পরিহার করে দেশের শিল্প বাঁচান নিজে বাঁচুন।