
ধামরাই(ঢাকা)শিক্ষানবিশ প্রতিনিধি
ধামরাই এর স্বনামধন্য স্কুল টিউটোরিয়াল হোম ৪০ বছর পুর্তি উপলক্ষে আলোচনা সম্পন্ন, ১৯৮২ সালে স্কুলটির যাত্রা শুরু করা হয় তারই ধারাবাহিকতা নিয়ে বর্তমানেও স্কুলটি সুনামের সাথে স্কুল কার্যক্রম পরিচালনা করে আসছে।মো: সালাউদ্দিন এর সঞ্চালনায়, মাহফুজুর রহমান শাহেদ এর সভাপতিত্বে আলোচনা কার্যক্রম সম্পন্ন হয়, উক্ত সভায় সর্বসকলের সর্বসম্মতিক্রমে জানুয়ারি মাসের (তিন) ৩ তারিখ চুড়ান্ত আয়োজনের সময় নির্ধারণ করা হয়। বর্তমানে রেজিষ্ট্রেশন কার্যক্রম চলমান।প্রাক্তন শিক্ষার্থীদের স্কুল এসে ও ধামরাই বাজার এক্সিম ব্যাংকে রেজিষ্ট্রেশন করার জন্য বলা হয়।
আলোচনায় ধামরাই এর প্রাক্তন শিক্ষার্থী রা উপস্থিত ছিলেন।