
অবৈধ ভাবে ৩টি স্বর্ণের বার পাচারকালে এক বাংলাদেশীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিএসএফ গতকাল মঙ্গলবার এসব স্বর্ণ উদ্ধার করে।
বিএসএফ-এর মেঘালয় ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক রাজ সিং কাতারিয়া জানান, ডাউকির ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক তল্লাশি চেকগেট সংলগ্ন পশ্চিম জয়ন্তিয়া পাহাড় এলাকা দিয়ে অবৈধ ভাবে পাচারকালে এসব স্বর্ণের বার আটক করা হয়। এ সময় এক বাংলাদেশী নাগরিককে আটক করে বিএসএফ। আটককৃত বাংলাদেশী নাগরিক সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের চাল্লাইন (বড়পুঞ্জি) গ্রামের বাসিন্দা মো. হাসান আলী (৬২)। আটককৃত স্বর্ণের বারের ওজন ৩৪৮ গ্রাম। আন্তর্জাতিক বাজারে এর মূল্য ভারতীয় মুদ্রায় ১৭ লক্ষ ৫৭ হাজার ৭৪৮ রুপি।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসান আলী স্বর্ণের বার গুলি সিলেট জেলার মহাজনপট্টি এলাকা হতে নিয়ে আসছিল বলে বিএসএফকে জানিয়েছে। এসব স্বর্ণ গুয়াহাটিতে বিক্রি করার জন্য নিয়ে আসা হয়েছিল। পরে আটককৃত স্বর্ণ ডাউকির কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিকে ডাউকি থানায় হস্তান্তর করেছে বিএসএফ ।
ভারতে আসন্ন ধনতেরাস উৎসবকে সামনে রেখে বাংলাদেশ হতে আসামে চোরাই ভাবে সরবরাহ করা হয়েছে বাংলাদেশী স্বর্ণ। বাংলাদেশ হতে ভারতের বাজারে সোনার মূল্য অনেক গুণ বেশি হওয়ায় অধিক মুনাফার উদ্দেশ্যে চোরাই পথে স্বর্ণের বার পাচার হচ্ছে বলেও জানিয়েছে বিএসএফ।