অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীর শতবর্ষের পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ স্কুল এন্ড কলেজে ৫৪ তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে এই দিনে বাঙালি জাতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের শহীদদের।
১৯৭১ সালে ২৫ মার্চ কালো রাএিতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিূের উপর নির্বিচারে গনহত্যা শুরু করে। ২৬ মার্চ প্রথম প্রহরে বাঙালির অসংবাদিতনেতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করেন। ১৯৭২ সাল থেকে প্রতিবছর ২৬ শে মার্চ বাংলাদেশে স্বাধীনতা দিবস পালন করে আসছে।
বিদ্যালয়ের গার্লস গাইড ও স্কাউটদের কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন অধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ।
পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের অডিটরিয়ামে অধ্যক্ষ মো. মাসুৃম বিল্লাহ'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা শিক্ষা অফিসার মোহাঃ মোবারুল ইসলাম। বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষ সুকুমার চন্দ্র কর, সিনিয়র শিক্ষক দুলুচন্দ্র সূএধর, শিক্ষক প্রতিনিধি নাজমুল শাহীন, সিনিয়র শিক্ষক নাসরিন জাহান, শিক্ষক প্রতিনিধি মরিয়ম বেগম, সিনিয়র শিক্ষক মোহাম্মদ অহিদুজ্জামান, সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন, শিক্ষক প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক আবদুর রহমান, সহকারী শিক্ষক জাকির হোসাইন, সহকারী শিক্ষক মাসুদ রানা, ৯ ম শ্রেনির শিক্ষার্থী সুমিত কুমার রায় প্রমুখ।
আলোচনা শেষে সিনিয়র শিক্ষক মো. জসিম উদ্দিন দোয়া পরিচালনা করেন।